জিপিএফ নিয়ে আর কোন অজ্ঞাতা নয়, জিপিএফ(GPF) এর টাকার হিসাব এবার নিজেই করুন! - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

জিপিএফ নিয়ে আর কোন অজ্ঞাতা নয়, জিপিএফ(GPF) এর টাকার হিসাব এবার নিজেই করুন!

জিপিএফ নিয়ে আর কোন অজ্ঞাতা নয়, জিপিএফ(GPF) এর টাকার হিসাব এবার নিজেই করুন!

Share This
আমরা যাঁরা সরকারি চাকুরি করি তারা জিপিএফ (GPF) কথাটির সাথে সবাই পরিচিত। জিপিএফ(GPF) কথাটির অর্থ হল General Provident Fund  বা সাধারন ভবিষ্যত তহবিল। চাকুরী শেষে একজন চাকুরীজীবীর ভরসার জায়গার প্রথমটি হল তার পেনশন, এবং দ্বিতীয়টি হল জিপিএফ। চাকুরী কালিন তার বিপদের একমাত্র ভরসা হল তার জিপিএফ লোন (GPF Loan)। এহেন একটি গুরুত্বপুর্ন বিষয় নিয়ে আমরা সদা অন্ধকারে থাকি, কিভাবে জিপিএফ খুলতে হয় যদি একজন চাকুরীজীবীকে জিজ্ঞেস করেন তাহলে তিনি বলবেন, অনেক দিন আগে খুলেছিলাম তো তাই আর এখন বলতে পারবনা। ‍যদি তিনি চাকুরীতে নতুন হলতাহলে তার তো এবিষয়ে না জানবারই কথা। এত গেল এক ভিন্ন প্রসঙ্গ। আপনি জিপিএফ ইতোমধ্যেই খুলেছেন কিন্তু আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, আপনার জিপিএফ একা্‌উন্টে বতমান স্থিনি কত ? কোন কথার উত্তর না দিয়ে  সঙ্গে সঙ্গে আপনি ছুটবেন ট্রেজারী অফিসের দিকে। এই হচ্ছে আমাদের সরকারি চাকুরে বা চাকুরেদের অবস্থা। কিন্তু আপনার এই অজ্ঞতাকে পুঁজি করে প্রত্যেক অফিসে আপনার পকেটের টাকা কেটে নেওয়ার জন্য প্রস্তুত আাছে একশ্রেনীর দালাল চক্র। যে কোন সেবা পেতেই  তারা আপনার নিকট টাকা দাবী করে বসে। কিন্তু আপনার সামান্য একটু সচেতনতা আপনাকে তথা দেশকে রাখতে পারে দুর্নী তি মুক্ত।  তাই আসুন নিজের ও দেশের স্বার্থে একটু সচেতন। পুর্বে আমার একটি পোস্টে আমি কিভাবে জিপিএফ লোন মুঞ্জুরী করতে হয় তা আলোচনা করেছি জানতে এখানে ক্লিক করুন।  জিপিএফ একাউন্ট খুলতে কিকি লাগে, কিভাবে খুলতে হয় তা জানতে এখান হতে একবার ঘুরে আসুন। বিভিন্ন সময় আমরা বিভিন্ন চাকুরী বা অন্যান্য যে কোন ফরম প্রয়োজনে হাতের কাছে পাই না। বিভিন্ন ফরম ডাউনলোড করতে এই খানে ক্লিক করুন। 

আজ আমি আপনাদের জানাব, ”কিভাবে আপনি অফিসে না গিয়ে নিজেই নিজের জিপিএফ একাউন্টের স্থিতির হিসাবে রাখতে হয়।

সাধারন ভবিষ্যত তহবিলের হিসাব
প্রারম্ভিক জের
বৎসরের জমা
বৎসরের সুদ
প্রত্যাহার
জমা

বিগত বছরের ৩০ শে জুন
পর্য্ন্ত
 মোট স্থিতি
প্রতি মাসের কর্তন x ১২
 সুদের হার ১৩%

প্রারম্ভিক জের x ০.১৩
মাসিক কর্তন x ০.৮৪৫
                 যোগফল
অগ্রিম উত্তোলণ
(১+২+৩)-৪=৫

সমস্যাঃ মোঃ আলফাজ হোসেন একজন সহকারি শিক্ষক, ২০১৪ সালের ৩০ শে জুন পর্যন্ত তার স্থিতি ছিল ৫০৭৯০ টাকা। তিনি মাসিক ২৫০০ টাকা কর্তন করেন। তার কোন উত্তোলন নেই। বছরান্তে তার অর্থাৎ ২০১৫ সালের ৩০ শে জুন তার হিসাব কত হবে?

সাধারন ভবিষ্যত তহবিলের হিসাব
প্রারম্ভিক জের
বৎসরের জমা
বৎসরের সুদ
প্রত্যাহার
জমা


 ৫০৭৯০ টাকা


২৫০০ x ১২ = ৩০০০০ টাকা
 সুদের হার ১৩%

৫০৭৯০x০.১৩ = ৬৬০২ .৭০/-
২৫০০ x০.৮৪৫ = ২১১২ .৫০/-
৮৭১৫.২০/-


অগ্রিম উত্তোলণ = ০০

৫০৭৯০.০০/-
30000.০০/-
     +   ৮৭১৫.২০/-
   ৮৯৫০৫.২০/-
                - ০০/-
    ৮৯৫০৫.২০/-


উপরের উদাহরণে দেখা যাচ্ছে ১ নং কলামে আফজাল হোসেন পুর্বের বছরের স্থিতি ২ নং কলামে একবছরের মোট কর্তন এবং ৩ নং কলামে ঐ একবছরের মোট সুদের পরিমান ৪নং কলামে অগ্রিম উত্তোলনের পরিমান দেখানো হয়েছে।
৫ নং কলামে (১+২+৩) কলামের সমষ্টি থেকে ৪ নং কলামের অংকটি বিয়োগ করা  হয়েছে। যার ফলে আপনি সহজেই আফজাল সাহেবের বছরের শেষে স্থিতি জেনে নিতে পারছেন। এবার আপনিও জেনেনিন আপনার স্থিতি কত? 
সবাই ভাল থাকবেন।

10 comments:

Anonymous said...

যদি অক্টোবর মাস থেকে আমি মাসিক ২৫০০ টাকা না কেটে ৩৫০০ টাকা করি তাহলে কোন সূত্র এপ্লাই করবো? বলবেন প্লিজ।

Unknown said...

Good information......

Unknown said...

Good information......

Anonymous said...

"সাধারণ ভবিষ্য" সাধারন ভবিষ্যত নয়।

Goljar- The Patroblogger said...

ধন্যবাদ আপনার মুল্যবাদ মন্তব্যের জন্য

Unknown said...

Please give me the link of GPF Opening application form.

Unknown said...

GPF এর মাসিক কিস্তি বাড়াতে হলে কোন বছরের কোন মাস থেকে বাড়াতে হবে?

Unknown said...

GPF এর মাসিক কিস্তি বাড়াতে হলে কোন বছরের কোন মাস থেকে বাড়াতে হবে?

Unknown said...

আমি মাসে ৯৫০০ টাকা করে জমা করেছি এবং অগ্রিম উত্তোলনের বকেয়া বাবদ ২০০০০০ টাকা জমা করেছি এখন এই অগ্রিম উত্তোলনের জমার সুদ কিভাবে বের করব?

Unknown said...

স্যার আমার বাবা চাকরি রত অবস্হায় মারা যায় এবং উনার দুই স্ত্রী। প্রথম স্ত্রীর একছেলে দুই মেয়ে, দ্বিতীয় স্ত্রীর এক মেয়ে দুই ছেলে। তবে উনি প্রথম স্ত্রী ও সন্তানদের কোন অধিকার দেননি।এমতাবস্হায় প্রথম স্ত্রী ও সন্তানরা লামগ্রান্ট,জিপিএফ সহ অন্যান্য সুবিধার উত্তরাধিকার পাবে কিনা
? জানালে উপকৃত হবো।

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages