প্রাথমিক সমাপনী ২০১৫: English বিষয় নিয়ে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে কিছু পরামর্শ ! - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

প্রাথমিক সমাপনী ২০১৫: English বিষয় নিয়ে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে কিছু পরামর্শ !

প্রাথমিক সমাপনী ২০১৫: English বিষয় নিয়ে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে কিছু পরামর্শ !

Share This


জনাবা, শারমিন হোসেন, তিনি বাংলাদেশের একটি স্বনাম ধন্য শিক্ষা-প্রতিষ্ঠান ভিকারুননিসা নুন স্কুল এ্যান্ড কলেজ, বেইলি রোড, ঢাকা এর সিনিয়র শিক্ষিকা। ইনফোটেকলাইফ.কম  একটি শিক্ষা বিষয়ক ব্লগ। সামনেই প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা, তাই প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার একটি অন্যতম গুরুত্বপুর্ণ বিষয় ’ English’ এর উপর এই স্বনামধন্য শিক্ষিকার ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে কিছু পরামর্শ উল্লেখ করা হল। তো আসুন শুনি তাঁর মুখ থেকেই।

১০০ নম্বরের পরীক্ষায় ১৩টি প্রশ্নের উত্তর দিতে হবে। এবার Unseen Passage-এর ভিত্তিতে Paragraph ও Letter থাকবে। Instruction থাকবে, যা আগে ছিল না। সময় ও দিনের (Time & days) ওপর ভিত্তি করে Fill in the blanks/Question & Answer-এর মতো প্রশ্ন থাকবে।

Seen Passage: 

Seen passage-এর ওপর ভিত্তি করে এবার ৩৫ নম্বরের প্রশ্ন থাকবে। Seen passage-এর ওপর Paragraph থাকবে। ১, ২, ৩ ও ৪ নম্বর প্রশ্নের জন্য একটি Seen passage দেওয়া হবে।
১ নম্বর প্রশ্নে প্রদত্ত Passage-এর ভিত্তিতে ১০টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। উত্তরপত্রে সঠিক ক্রমিকসহ উত্তর লিখতে হবে। যেমন- i a) Kishoregonj ii b) Narsunda

২ নম্বর প্রশ্নে হয় Matching থাকবে, না হয় Fill in the blanks থাকবে।

Matching-এ এক Column-এ Word এবং অন্য Column-এ Meaning থাকবে। দুটি Meaning বেশি থাকবে। উত্তরে ক্রমিকের সঙ্গে ও শব্দের সঙ্গে মিলিয়ে Meaning লিখতে হবে। ক্রমিক ও সংখ্যা অবশ্যই লিখতে হবে।

a) Pyramid- vii)  a large building with a square or triangular base and slopping sides that meet in a point at the top.

অথবা Fill in the blanks থাকবে। word দেওয়াই থাকবে। দুটি বেশি থাকে। ক্রমিক নম্বর দিয়ে উত্তর লিখবে।
 ৩ নম্বর প্রশ্নে Question and Answer থাকবে। মোট ৫টি প্রশ্ন থাকবে। ২ নম্বর করে একেকটি। Passage থেকে উত্তর লিখবে। to the point-এ উত্তর লিখতে হবে। অতিরিক্ত কিছু লিখতে হবে না। যা চাইবে শুধু তাই লিখবে।
৪ নম্বর প্রশ্নে Seen passage-এর আলোকে Paragraph লিখতে হবে। ৫টি Sentence-এ লিখতে হবে। ৫টি বাক্যের বেশি লিখবে না, easy and simple ভাষায় লিখবে। punctuation, capital letter ব্যবহারে সতর্ক থাকতে হবে।

➟Unseen Passage:


৫, ৬, ৭, ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর unseen passage (বইয়ের বাইরে থেকে)-এর ওপর ভিত্তি করে দিতে হবে।

৫ নম্বরে ১০টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। ১ নম্বর প্রশ্নের মতো করে উত্তরপত্রে লিখতে হবে।

৬ নম্বর প্রশ্নে শূন্যস্থান পূরণ থাকবে। ৫টি শূন্যস্থানের জন্য ৭টি Word থাকবে। কেবল ক্রমিক নম্বর দিয়ে উত্তর লিখবে। যেমন : a. peace b. people

৭ নম্বর প্রশ্নে ৫টি প্রশ্ন থাকবে। এখানে যা চাইবে তা-ই দিতে হবে।

৮ নম্বর প্রশ্নে একটি শর্ট কম্পোজিশন থাকবে। এক্ষেত্রে উক্ত কম্পোজিশনটি Unseen Passage রিলেটেড হবে। সেখানে অনুচ্ছেদটির উপর কতকগুলো ক্লু বা পয়েন্টস উল্লেক খাকতে পারে। লেখার সময় অনচ্ছেদটির একটি শিরোনাম দিতে হবে। সেক্ষে্ত্রে এটি বুঝে শুনে উত্তর দাও।

৯ নম্বর প্রশ্নে Letter লিখতে হবে। প্রাপক ও প্রেরকের নাম দেওয়া থাকলে সেটিই লিখতে হবে। অবশ্যই চিঠির নিয়ম ও কাঠামো মানতে হবে। বিষয়বস্তু সহজ ও সাবলীল ভাষায় লিখবে। envelope বা খামের কোনো প্রয়োজন নেই।

১৩ নম্বর প্রশ্নে Filling up a form-এ অসম্পূর্ণ Form থাকবে। Form টি সঠিকভাবে পূরণ করতে হবে। কখনো কখনো নাম, বাবার নাম, মায়ের নাম, ঠিকানা ইত্যাদি প্রশ্নে দেওয়াই থাকে। সেই তথ্যাবলিই তখন লিখতে হবে।

এবার Seen Passage থেকে ৩৫ নম্বর, Unseen Passage থেকে ৪৫ নম্বরের উত্তর করতে হবে।

তবে ভয় পাওয়ার কিছুই নেই। সহজ ও সঠিকভাবে উত্তরপত্রে লিখলে ইংরেজিতে ৯০-এর ওপর নম্বর পাওয়া যায়।

লেখাটি পুর্বে কালের কন্ঠ পত্রিকায় প্রকাশিত

No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages