প্রাথমিক সমাপনী ২০১৫ : যতটুকু চাওয়া হবে, উত্তর ততটুকুই দেবে - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

প্রাথমিক সমাপনী ২০১৫ : যতটুকু চাওয়া হবে, উত্তর ততটুকুই দেবে

প্রাথমিক সমাপনী ২০১৫ : যতটুকু চাওয়া হবে, উত্তর ততটুকুই দেবে

Share This

জনাব, মোঃ আলমগীর হোসেন, মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকা। ইনফোটেকলাইফ.কম একটি শিক্ষা বিষয়ক ব্লগ। সামনেই প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা, এটি ছোট কোমলমতি শিশুদের জীবনে প্রথম পাবলিক পরীক্ষা । তাই এই পরিক্ষা নিয়ে তাদের তাদের মাঝে যেমন আগ্রহ-উদ্দ্বীপনা আছে, তেমনি আছে অজানা ভীতি। ছোট কোমল মতি শিশুদের উদ্দেশ্যে মহাপরিচালকে পরামর্শ। তো আসুন শুনি তাঁর মুখ থেকেই।




পরীক্ষা কঠিন হবে না। তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। জীবনের প্রথম এই পাবলিক পরীক্ষা স্বাভাবিকভাবেই দেবে। প্রস্তুতি নেবে ভালো করে, পরীক্ষা ভালো করায় মনোযোগ দেবে। উত্তর যেভাবে যতটুকু চাওয়া হয়, ততটুকুই দেবে। অপ্রাসঙ্গিক কিছু লিখবে না। প্রয়োজনের চেয়ে বেশিও লিখবে না। বইয়ের কোন জায়গা বা অধ্যায় থেকে প্রশ্ন এসেছে, তা বুঝতে পারলে উত্তর করা সহজ হবে। প্রশ্ন কঠিন হয়েছে ভেবে ঘাবড়ে যাবে না। প্রশ্ন যেভাবেই আসুক, পাঠ্য বইয়ের আলোকেই হবে। একটা প্রশ্নের উত্তর লেখা শেষ হলে নিচে পর্যাপ্ত খালি জায়গা রেখে পরের প্রশ্নের উত্তর শুরু করবে।

পরীক্ষার হলে দায়িত্বরত শিক্ষকদের দেখেও ভয় পাওয়ার কিছু নেই। মনে করবে, তাঁরা তোমাদের স্কুলের শিক্ষকদের মতোই। উত্তরপত্রে নাম, রোল নম্বর ইত্যাদি ঠিকভাবে লিখবে। দায়িত্বরত শিক্ষকরা খাতায় স্বাক্ষর করার সময়ও এগুলো যাচাই করবেন।


প্রাপ্ত নম্বরকে গ্রেডিং পদ্ধতিতে রূপান্তর :

নম্বর
গ্রেড পয়েন্ট
লেটার গ্রেড
৮০ -- ১০০
৫.০০
A+
৭০ -- ৭৯
৪.০০
A
৬০ -- ৬৯
৩.৫০
A-
৫০ -- ৫৯
৩.০০
B
৪০ -- ৪৯
২.০০
C
৩৩ -- ৩৯
১.০০
D
০০ -- ৩২
০০.০০
F

No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages