ইংরেজী ভাষা কিছু খুঁটি নাটি, যা হয়তবা আপনি আগে জানতেন না, না দেখেলেই মিস্ ! - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

ইংরেজী ভাষা কিছু খুঁটি নাটি, যা হয়তবা আপনি আগে জানতেন না, না দেখেলেই মিস্ !

ইংরেজী ভাষা কিছু খুঁটি নাটি, যা হয়তবা আপনি আগে জানতেন না, না দেখেলেই মিস্ !

Share This
English Tips
সকলকে ইনফোটেকলাইফ.কম এর পক্ষ থেকে একরাশ শুভেচ্ছা। আমাদের ইচ্ছা ও আকাঙ্খা হল এই সাইটটিকে শিক্ষার সকল উপকরন দিয়ে সাজানো। যাতে করে তথ্য ও প্রযুক্তির জ্ঞান ব্যবহার করে একজন শিক্ষক, ছাত্র সর্বোপরি একজন জ্ঞানপিপাসু তার জ্ঞান-তৃষ্ঞা মেটাতে পারে। সেই প্রচেষ্টায় আমরা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছি। জানিনা আমাদের এই চেষ্টায় আমরা কতটুকু সফল। তার বিচারের ভার না হয় আপনাদের নিকট তোলা রইল।
ইংরেজী আমাদের নিকট একটি বিদেশী ভাষা। আবার মাতৃভাষার পরে যে ভাষার উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়, সেই ভাষাটির নাম হল ইংরেজী। ইংরেজী ভাষা একটি বিদেশী ভাষা হওয়া এ ভাষা্র উপর ভীতি কম বেশি সবারই রয়েছে। ইংরেজী আমরা যতটুকু জানি তার থেকে নাজানা পাল্লাটাই বোধহয় ভারী। এটি প্রত্যেকটি বিদেশী ভাষার ক্ষেত্রেই সত্য। কিন্তু এমন কিছু জিনিস না জানলে আপনার কাছে মনে আমি ইংরেজীর এত কিছু জানি কিন্তু এই সাধারন বিষয়টুকু জানিনা। হ্যাঁ আমার প্রিয় পাঠকবৃন্দ, আজ এমন কিছু বিষয় নিয়ে আমাদের এই পোস্ট খানি অবতারনা। তো আসুন শুরু করা যাক----

১। কয়েক বছর আগেও পরীক্ষার ফলাফলে 80 কে letter marks বলা হতো। 80 কেনো letter mark বলা হতো সে বিষয়ে অনেকেরই ধারণা নেই। letter marks শব্দ দুটিকে বিশ্লেষণ করলে দেখা যায় ইংরেজি বর্ণমালায়
 L=12, E=5, T=20, T=20, E=5, R=18 (অক্ষরের অবস্থানগত সংখ্যা)। এই সংখ্যাগুলো যোগ করলে মোট দাড়ায় 12 + 5 +  20 +  20 + 5 + 18 = 80

২। ইংরেজি ভাষায় এমন কিছু শব্দ আছে যেগুলোর সামনের বর্ণগুলোকে পেছন দিক থেকে সাজালেও একই শব্দ হবে। যেমন - madam ও reviver

৩। “a quick brown fox jumps over the lazy dog” এই অর্থবোধক বাক্যটিতে ইংরেজি বর্ণমালার ২৬টি বর্ণই রয়েছে।

৪। ইংরেজি ব্যাকরণে vowel খুব গুরুত্বপূর্ণ বিষয়। “Education” ও “Favourite” শব্দে সবগুলো vowel ই রয়েছে।  আবার “Abstemious ও Facetious ” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো ক্রমানুসারে (a-e-i-o-u) আছে।

৫। ইংরেজি বর্ণমালার একটি বর্ণ হচ্ছে Q। মজার বিষয় হলো Q দিয়ে কোনো অর্থবোধক শব্দ গঠন করতে গেলে Q এর পরে সবসময় u হয়।

৬। ইংরেজি ভাষায় সবচেয়ে ছোট বাক্য হলো ‘i am’।

৭। একই অক্ষরের পুনরাবৃত্তি না করে সবচেয়ে দীর্ঘ শব্দ হল Uncopyrightable।

৮। Rhythm সবচেয়ে দীর্ঘ ইংরেজি শব্দ যার মধ্যে vowel নেই।

৯। Floccinaucinihilipilification সবচেয়ে বেশি vowel সমৃদ্ধ শব্দ যাতে ১৮টি vowel আছে।

১০। vowel যুক্ত সবচেয়ে ছোট শব্দ হল A (একটি) ও I (আমি)।

১১। vowel বিহীন সবচেয়ে ছোট শব্দ হল By।

১২। গুপ্তহত্যার ইংরেজি প্রতিশব্দ Assassination মনে রাখার সহজ উপায়হল গাধা-গাধা-আমি-জাতি।

১৩। Lieutenant শব্দের উচ্চারণ লেফট্যান্যান্ট বানান মনে রাখার সহজ উপায় হল মিথ্যা-তুমি-দশ-পিপড়া।

১৪। University লেখার সময় v এর পরে e ব্যবহৃত কিন্তু Varsity লেখার সময় v এর পরে a ব্যবহৃত হয়।

১৫। “Uncomplimentary” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো উল্টো ক্রমানুসারে (u-o-i-e-a) আছে।
১৬। “Exclusionary” ৫টি vowel সমৃদ্ধ এমন একটি শব্দ যার মধ্যে কোন অক্ষরের পুনরাবৃত্তি নেই।

১৭।”study, hijak, nope, deft” শব্দগুলোর প্রথম ৩ টি অক্ষর ক্রমানুসারে আছে।

১৮। “Executive ও Future“এমন দুটি শব্দ যাদের এক অক্ষর পর পর vowel আছে।

১৯। Mozambique এমন একটি দেশের নাম যাতে সবগুলো vowel আছে।

২০। A1 একমাত্র শব্দ যাতে ইংরেজী অক্ষর ও সংখ্যা আছে।


পোস্টটি কেমন লাগল দয়া করে নিচে কমেন্ট করলে কৃতজ্ঞ থাকব। নতুন পোস্ট পেতে নীচে আমাদের পেইজে লাইক দিয়ে রাখুন।

No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages