মাত্র ৫ দিনে ৭ পাউন্ড ওজন কমিয়ে ফেলার সহজ উপায়! আপনি নিজে জানুন আর জানিয়ে দিন অন্যকে। - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

মাত্র ৫ দিনে ৭ পাউন্ড ওজন কমিয়ে ফেলার সহজ উপায়!  আপনি নিজে জানুন আর জানিয়ে দিন অন্যকে।

মাত্র ৫ দিনে ৭ পাউন্ড ওজন কমিয়ে ফেলার সহজ উপায়! আপনি নিজে জানুন আর জানিয়ে দিন অন্যকে।

Share This
শুনতে অবাক লাগলেও সত্যি যে এর মাধ্যমে মাত্র ৫ দিনে ৭ পাউন্ডের মতো ওজন কমানো সম্ভব। এজন্য এই পানীয়টি পান করতে হবে খালি পেটে। এই পানীয়টি শরীর থেকে অতিরিক্ত দূষিত পানি বের করে দেয়ার মাধ্যমে ওজন কমায়।
অতিরিক্ত ওজনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে শরীরের আটকে থাকা পানি। তাই ওজন কমানোর ক্ষেত্রে সর্বপ্রথম কাজ হচ্ছে শরীরে জমে থাকা অপ্রয়োজনীয় পানি ও বিষাক্ত পদার্থ শরীর থেকে বের করে দেয়া।



এই প্রক্রিয়ার মাধ্যমে কিডনি ও লিভার পরিষ্কার হয় যার ফলে ওজন কমার গতি বৃদ্ধি হয় এবং প্রক্রিয়াটি সম্পূর্ণ নিরাপদ। এই পানীয়ের মাধ্যমে ক্ষুধা কমিয়ে শরীরের ফ্যাট অপসারণ করা সম্ভব হয় এবং ক্যালরি বার্নের পরিমান বেড়ে যায় এবং এটি দেহকে ভিটামিন ও খনিজ পদার্থ সরবরাহ করে। দিনে একবার তৈরি করে ৪ বার এই পানীয়টি খেতে হবে খাওয়ার আগে এবং এর ফলে ওজন কমা শুরু হবে। এইভাবে এই পানীয়টি খেতে হবে ৫ দিন। তারপর অবশ্যই ১০ দিন বিরতি দিতে হবে।

যদি চান কাঙ্ক্ষিত ফলাফল পেতে চাইলে ১০ দিন পর আবার এটি খেতে পারেন। পানীয়টি খুব কম সময়ে ও সহজলভ্য মাত্র দুইটি উপাদান দিয়ে তৈরি করা হয়। উপাদান দুইটি হচ্ছে লেবু ও ধনে পাতা দিয়ে। সাধারণত ধনে পাতা হজমক্রিয়াকে উন্নত করে এবং শরীরের অতিরিক্ত পানি বের করে দিয়ে শরীরের ফোলাভাব কমাতে সাহায্য করে।

পানীয়টি তৈরির পদ্ধতিঃ
  • লেবু- ৩টি
  • ধনে পাতা- ১কাপ
  • পানি- দেড় লিটার
প্রস্তুত প্রক্রিয়া:   পানিতে পার্সলে পাতা (ধনিয়া পাতা) মিহি কুচি ও লেবুর রস খুব ভালো করে মিশাতে হবে বা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। এটি সারারাত রেখে দিন ফ্রিজে। পরদিন ৪ বারে এই পানীয়টি পান করুন। তবে অবশ্যই মনে রাখতে হবে খালি পেটে এটি খেতে হবে খাবার আগে।

লেখাটি পুর্বে এখানে প্রকাশিত

No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages