HTML বা Programming জানার জন্য আপনার পিসিতে যা যা প্রয়োজন পার্ট-১ - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

HTML বা Programming জানার জন্য আপনার পিসিতে যা যা প্রয়োজন পার্ট-১

HTML বা Programming জানার জন্য আপনার পিসিতে যা যা প্রয়োজন পার্ট-১

Share This
সকলকে ইনফোটেকলাইফ.কম এর পক্ষ থেকে জা্নাই একরাশ শুভেচ্ছা, আশা করি সকলে ভা্লই আছেন, পুর্বের অধ্যায়ে আমরা HTM ও Web design & Development সম্পর্কে একটি নাতিদীর্ঘ আলোচনা করেছিলাম, যাতে আমি HTM ও Web design & Development নিয়ে একটি ধারনা আপনাদের মনে গেঁথে দেওয়ার চেষ্টা করেছি। তো এতক্ষনে আপনার মনে HTM শেখার একটি বাসনা তৈরী হয়ে গেছে। তাই আসুন আমরা আজ জানব, HTM জানতে বা প্রাকটিস করতে আপনার পিসিতে কিকি টুলস বা সফট এবং কিকি ম্যানেজমেন্ট করা লাগবে।

File Extension শো করানো: 

কম্পিউটারে এইচটিএমএল প্রাকটিস করতে হলে আপনাকে যে কাজটি প্রথমে করতে হবে তা হল, আপনার কম্পিউটারে ফাইল এক্সটেনশন শো করাতে হবে। সাধারনত আমরা যে সকল ডকুমেন্ট বা ফাইল কম্পিউটারে রাখি ত বিভিন্ন নামে সেইভ করে রাখি। কিন্তু তাতে কোনটি কোন ফাইল তা শো করে না যেমন যেমন আপনি একটি ছবি সেইভ করলেন HTM নামে শুধ সেটি ই শো করবে। কিন্তু ফাইলটি কিন্তু সেটি কি ধরনের তা দেখা যায় না। অর্থাৎ ফাইলটির নামের শেষে এর এক্সেটেনশ নেইম .png .jpg  .pdf ইত্যাদি শো করে না।  যেমন নিচের ছবিতে দেখুন আমার ডেস্কটপ স্কীনশট দেখুন এতে কোন ফাইল্ এক্সেটেনশন শো করছে না। 

দেখুন উপরের ফাইল দুটির একটি .png এবং অন্যটি .pdf কিন্তু এই এক্সেটেনশন দুটি শো করছে না। এখন আমি এই এক্সেটেনশন শো করাব। এটি করতে আপনি প্রথমে আপনার কম্পিউটারের Control Panel এ যান। ডানে উপরে সাচ বক্সে Folder Options কথাটি লিখুন্। 

এখন Folder Options এ ক্লিক করুন। আপনি একটি সাব উইন্ডো দেখতে পাবেন। এখন এখান হতে View অপশনে যান। এখন স্ক্রল করে নিচের দিকে গেলে আপনি নিচের মত অপশন দেখতে পাবেন।
এখন এখান থেকে Hide extensions for known file types এর  Tick mark টি তুলে দিন। এর পর প্রথমে Apply এবং তারপর  Ok বাটনে ক্লিক করুন। এখন ডেস্কটপ স্ক্রীনে ফাইল দুটি এক্সেটেনশন সহ শো করছে। দেখুন নিচের ছবিতে। 

তো প্রিয় পাঠক আজ এ পর্যন্তই। আগামিতে আসছি পার্ট -২ নিয়ে। ভাল থাকবেন সবাই। আল্লাহ হাফেজ .............

No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages