Internet এর মেয়াদ আজই শেষ! আসুন Grameen Phone এর Internet এর মেয়াদ ১ মাস বাডিয়ে নিন ! - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

Internet এর মেয়াদ আজই শেষ! আসুন Grameen Phone এর Internet  এর মেয়াদ ১ মাস  বাডিয়ে নিন !

Internet এর মেয়াদ আজই শেষ! আসুন Grameen Phone এর Internet এর মেয়াদ ১ মাস বাডিয়ে নিন !

Share This
সকলকে ইনফোটেকলাইফ.কম এর পক্ষ থেকে সকলকে একরাশ শুভেচ্ছা। রহমান সাহেব অতি সম্প্রতি তার গ্রামীনফোন সিমে ১ জিবি ইন্টার বিশেষ ছাড়ে কিনেছেন। কিন্তু আপসোস হল এর মেয়াদ ৭ দিন। তিনি তার এন্ড্রয়েড ফোন হতে আজ ৬ দিন হল এটি ব্যবহার করছেন, কিন্তু ব্যবহার করেছেন মাত্র ২০০ মেগাবাইট। বাকী রয়েছে, বাকী রয়েছে এখনও ৮০০ মেগাবাইট। কিন্তু আজকের মধ্যে কি এই ৮০০ মেগাবাইট ব্যবহার করা সম্ভব? কোন মতেই না। তাহলে  তার বাকী মেগাবাইট গুলোর কি হবে? আচ্ছা কেমন হত যদি এর মেয়াদ আর ১ মাস অর্থাৎ ৩০ দিনের মত বাড়িয়ে নেওয়া যেত? হা তাহলে রহমান সাহেবের মত অনেকের এ সমস্যার সমাধান হত।  হ্যাঁ প্রিয় পাঠক বৃন্দ আজ আমি আপনাদের সেই কৌশলই শিখিয়ে দেব এখন থেকে গ্রামীনফোনের ইন্টারনেটের মেয়াদ আর শেষ হবেনা। আপনার যখন ইচ্ছা, তখনই এর মেয়াদ এক মাস করে বাড়িয়ে নিতে পারবেন। আগেই বলে রাখি আপনি এই ট্রিক দিয়ে এমবির মেয়াদ ৩০ দিন বাড়াতে পারবেন কিন্তু ৪ টাকা আপনার ব্যালেন্স থেকে কাটা হবে। ল্যাপটপ, ডেস্কটপ কিংবা মোবাইল যে কোন ডিভাইস থেকে এটি কার্যকর করতে পারবেন। তাই নিচের টিউটোরিয়ালে দুটি ডিভাইসের (কম্পিউটার ও মোবাইল) মাধ্যমেই দেখান হল্। 

প্রথমে আপনার কম্পিউটারের Google Chrome দিয়ে নিচের লিংকে প্রবেশ করুন অথবা আপনার মোবাইল ডিভাইস দিয়ে যে কোন ব্রাউজার দিয়ে নিচের লিংকে প্রবেশ করুন।

নীচের যে কোন একটি উইন্ডো দেখতে পাবেন। 


এখান হতে টকটাইম ০ Mintue  ইন্টারনেট 4 MB ভালিডিটি 30 days এবং এসএমএস  0 সিলেক্ট করে দিন এবং সব শেষে BUY NOW বাটনটিতে ক্লিক করুন। 
আপনি নিচের উইন্ডোটি দেখতে পাবেন।


এখানে আপনি যে সিমের ইন্টারনেট মেয়াদ বাড়াতে চান সেটির নাম্বার দিয়ে দিন এবং CONTINUE বাটনে ক্লিক করুন। কিছুক্ষন পর আপনার মোবাইলে একটি কোড যাবে। সেই কোডটি পরবর্তী উইন্ডোতে বসিয়ে দিন।  আপনি কিছুক্ষনের মধ্যেই আপনার মোবাইলের ৪ মেগাবাইট পাবেন সাথে ১ মাসের মেয়াদ পেয়ে যাবেন। এখন মেগাবাইট চেক করতে *৫৬৬*১০# এই ইউএসএসডি কোড চাপুন দেখবেন আপনার পুর্বের অব্যবহৃত মেগাবাইট এবং বর্তমান ৪ মেগাবাইট ‍যোগ হবে মোট পরিমান শো করছে এবং মেয়াদ একমাস দেখাচ্ছ্ । একই পদ্ধতি ব্যবহার করে আপনি আপনার টকটাইমের মেয়াদও বাডিয়ে নিতে পারবেন। আশা করি সব বুঝতে পেরেছেন। না বুঝলে কমেন্ট করুন আর জানান আমার সাধ্যমত চেষ্টা করব। সমাধান ‍দিতে। ধন্যবাদ সবাইকে, ভাল থাকবেন। 

No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages