Infotech Ad Top new
Infotech ad post page Top

ইনফোটেকলাইফ.কম থেকে সকলকে জানাই শুভেচ্ছা, আশা করি পাঠকবৃন্দ ভাল আছেন। আজ সম্পুর্ন একটি ভিন্ন বিষয় নিয়ে লিখতে বসলাম। ছাত্র জীবন বা ছাত্র জীবন পেরিয়ে আমরা সবাই একটা সোনার হরিনের পেছনে ছুটি সেটি হল চাকুরী। চাকুরী যেন এক মরিচিকার নাম। কিন্তু সত্যিকার মেধার কদর এখনও আছে। আপনার মেধা থাকলে আপনি কখনো পিছিয়ে থাকবেন না। যারা মেধার দিক থেকে কমা তারাই অন্যদিক দিয়ে বাকা পথে চাকুরী পাওয়ার চেষ্টা করে। অর্থাৎ মামা-খালুর খোঁজ করে। আর মিছি চেষ্টা তদবির করে। প্রকৃত পক্ষে মামা-খালুর তো আমি এখানে কোন দোষ দেখিনা। বরং আমরাই মামা খালুর দারস্থ হয়। আর মামা খালুরাও সুযোগ পেয়ে দাবী করে মাসোহারা। চাকুরী সেটা সরকারী হউক আর বেসরকারী হউক, লেখা পড়া অত্যন্ত জরূরী। কারন চাকুরীর জন্য নিয়োগ পরীক্ষার সম্মুখীন হতে হয়। আর এজন্য দরকার হয় প্রস্তুতি। আর প্রস্তুতি ভাল না হলে চাকুরীর পরিক্ষায় ভাল করা বাতুলতা মাত্র। আর তখনই আমরা বাঁকা পথ অনুসরণ করি। কেমন হয় বই পত্র নিয়ে পড়াশুনার পাশা-পাশি আপনার ব্যবহৃতএনড্রয়েড মোবাইল ফোনটি অথবা আপনার ব্যবহৃত ল্যাপটপ বা কম্পিউটারটি যদি হয় আপনার পড়াশুনার আর একটি বিকল্প? হ্যা পাঠকবৃন্দ আজ আমি একটি এমন ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেব, যার মাধ্যমে আপনি তথ্যপ্রযুক্তির সাহায্যে আপনার মেধা যাচায় করে নিতে পারবেন। তো আসুন দেখি সাইটটি তে কি কি আছে আপনার জন্য যার মাধ্যমে চাকুরীর জন্য প্রস্তুতি নেওয়া যায়।
ব্যাংক, বিসিএস, এমবিএ, ভার্সিটি ভর্তি প্রভৃতি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহনের ক্ষেত্রে Job Study আপনার প্রস্তুতিকে একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ে জন্মলাভ করেছে। আপনার কোন পার্সোনাল কম্পিউটার নাই। তো কী হয়েছে! ফোন তো আছে? আপনার এই Android ফোনটিই হয়ে উঠবে আপনার শিক্ষার মাধ্যম। আপনাকে করে তুলবে যে কোন পরীক্ষার জন্য যোগ্য এবং সাফল্য এসে ধরা দেবে হাতে।
সাইটটি যে সকল কারণে অনন্য তা নিম্নরূপ:
১. সাইটটিকে প্রতিদিন আপডেট করা হয়;
২. অন-লাইন টেস্টের ক্ষেত্রে রয়েছে ২ ধরণের ব্যবস্থা-
ক. ৪টি অপশন সম্বলিত MCQ Test;
খ. অপশনহীন Fill in the Gap Type Test (সবথেকে বেশি কার্যকরী);
৩. প্রতিমাসের কারেন্ট অ্যাফেয়ার্সের উপর MCQ ও Merit Test;
৪. ব্যাংক, বিসিএস, এমবিএ, ভার্সিটি ভর্তির বিভিন্ন বই, নোটস ও সাপ্লিমেন্ট ডাউনলোড;
৫. যাদের মনে থাকতে চায় না, তাদের জন্যও রয়েছে বিশেষ ব্যবস্থা।
৬. একই MCQ Test বা Fill in the Gap Type Test বারবার দেয়া যায়। একঘেয়েমি লাগে না। কারণ, প্রশ্ন ও উত্তর উভয়ই Randomly সেট করা;
৭. সবথেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে, প্রয়োজন অনুযায়ী সকল ইংরেজি, ম্যাথ, বাংলা প্রভৃতির প্রশ্নের সমাধানের পাশাপাশি শর্ট নোটস্সের এক বিশাল সমাহার।
মোটকথা, বিভিন্ন পরীক্ষার জন্য পূর্ণ প্রস্তুতি আপনি সাইটটি থেকেই গ্রহণ করতে পারবেন। যারা আগ্রহী তারা একবার সাইটটি Visit করেই দেখতে পারেন।
সাইটটি ভিজিট করতে এখানে ক্লিক করুন
Tags
# চাকরী আছে
# বিবিধ
Share This

About Goljar- The Patroblogger
বিবিধ
Infotech Post Bottom Ad New
Author Details
ইনফোটেকলাইফ.কম এর তালিকা ভুক্ত একজন লেখক ও কলামিস্ট।
তাঁর লেখা আপনাদের ভাল লাগলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্টস করে দয়া করে আমাদের উৎসাহিত করবেন। এই ওয়েবসাইটের কোন লেখকের বিরুদ্ধে তাঁর লেখা নিয়ে আপনার কোন অভিযোগ থাকলে আপনি আমাদের অভিযোগ ডেস্ক-এ অভিযোগ করতে পারেন। ইনফোটেকলাইফ.কম কোন লেখকের বিতর্কিত লেখার দায়ভার বহন করেনা। তবে আপনার করা অভিযোগের সত্যতা প্রমানিত হলে উক্ত লেখককে অস্থায়ী কিংবা গুরুতর অভিযোগের ক্ষেত্রে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে। ইনফোটেকলাইফ.কম এর সাথে যুক্ত থাকতে নিচের সামাজিক মাধ্যম গুলোতে Join,Like ও Follow করুন।
তাঁর লেখা আপনাদের ভাল লাগলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্টস করে দয়া করে আমাদের উৎসাহিত করবেন। এই ওয়েবসাইটের কোন লেখকের বিরুদ্ধে তাঁর লেখা নিয়ে আপনার কোন অভিযোগ থাকলে আপনি আমাদের অভিযোগ ডেস্ক-এ অভিযোগ করতে পারেন। ইনফোটেকলাইফ.কম কোন লেখকের বিতর্কিত লেখার দায়ভার বহন করেনা। তবে আপনার করা অভিযোগের সত্যতা প্রমানিত হলে উক্ত লেখককে অস্থায়ী কিংবা গুরুতর অভিযোগের ক্ষেত্রে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে। ইনফোটেকলাইফ.কম এর সাথে যুক্ত থাকতে নিচের সামাজিক মাধ্যম গুলোতে Join,Like ও Follow করুন।
No comments:
Post a Comment