Modem কানেকশন সমস্যা? একবার ডিসকানেক্ট হলে আর connect হতে চায় না ! আসুন আজ এখন থেকেই এই সমস্যার সমাধান নিন। - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

Modem কানেকশন সমস্যা? একবার ডিসকানেক্ট হলে আর connect হতে চায় না ! আসুন আজ এখন থেকেই এই সমস্যার সমাধান নিন।

Modem কানেকশন সমস্যা? একবার ডিসকানেক্ট হলে আর connect হতে চায় না ! আসুন আজ এখন থেকেই এই সমস্যার সমাধান নিন।

Share This
ইনফোটেকলাইফ.কম এর পক্ষ থেকে আবার ও শুভেচ্ছা। মিস শারমিন সুলতানা একজন একজন প্রাথমিক শিক্ষিকা, তিনি সম্প্রতি একটি ল্যাপটপ কিনেছেন। সেটিতে Windows 8 সেটআপ দেওয়া। Windows 8 এ কাজ করে বেশ ভাল মজাই তিনি পাচ্ছেন। কারন এটি এখন একটি আপডেটেড উইন্ডোজ অপারেটিং সিসটেম। কিন্তু একটি সমস্যাই তিনি কয় দিন ধরে ভুগছেন। সেটি হল তিনি তার সাধের নতুন Modem টি connect দেওয়ার কিছুক্ষন পর ডিসকানেক্ট হয়ে যায়। এটি একটি স্বাভাবিক ব্যাপার মডেম disconnect হতেই পারে। কারন আমরা বাংলাদেশীরা অধিকাংশ ক্ষেত্রেই মোবাইল Internet ব্যবহার করি। দেশের বেশির ভাগ স্থানে এখনও ব্রন্ডব্যান্ড কানেকশন  Available নাই। কিন্তু সমস্যাটা বাধে তখনই যখন তিনি আবার তার Internet connection  এনাবল করতে যান। এটি আর তখন connect হতে চায় না। কখনও দেখায় Modem not found আবার কখনো বলে The modem(or other connecting device) is already in use or not  configured properly. আবার কখনো এই মেসেজটি দেখায় The device initialization is failed

Modem problem image

তিনি প্রথমি দিকে এটিকে Modem এর সমস্যা মনে করেছিলেন। তাই তিনি মডেম যেখান হতে কিনেছিলেন সেখানে গেলে এবং মডেম রিপ্লেস করলেন, কিন্তু তার পরও একই সমস্যা বার বার ঘুরে আসছে। তিনি তার ইনটারনেট কানেকশন নিয়ে রীতিমত হতাশ। হা প্রিয় পাঠকগন আপনারাও নিশ্চয় মিস শারমিন সুলতানার মত এই একই সমস্যার পড়েছেন? না পড়লে ধরে নিন এই সমস্যায় পড়বেনই।
Modem connection এর এই problem টি শুধুমাত্র Windows 8 -এ বেশি পরিলক্ষিত হয়। কখনও কখনও windows 7 এও আমি এই সমস্যার মুখো-মুখি হয়েছি তবে কম। Windows XP তে এই সমস্যা একদম নেই। তাতে কি তাই বলে কি আবার আমরা Windows XP বা windows 7 তে ফিরে যাব? না প্রশ্নই ওঠেনা। আজ আমি আপনাদের জন্য এই সমস্যার একটি স্থায়ী সমাধান নিয়ে এলাম। এখন থেকে আর আপনার Modem এ Internet কানেকশন disconnect হওয়া নিয়ে কোন বিপাকে পড়তে হবেনা। ছোট্ট একটি সফট আপনার কম্পিউটারের যাবতীয় সমস্যা একতুড়িতে নিমিষেই সমাধান করে দিবে। সফটওয়ার টির নাম Re-enable। এটি একেবারেই একটি ছোট্ট সফটওয়ার কিন্তু খুব কাজের একটি জিনিস। আপনার কম্পিউটারের অভ্যন্তরে কোন রকম সমস্যা হলে এটি তার তাৎক্ষনিক সমধান করে দিতে সিদ্ধহস্ত্। মডেম কানেকশন প্রবলেম হতে শুর করে মোট বার টি সমস্যা এটি রিপেয়ার করতে পারে। দেখুন নিচের ছবিতে।

Modem problem or Pc repair wit Re-Enable soft

তাছাড়া এর Tools নামক একটি অপশন আছে যার সাহায্যে আপনি অতি সহজেই আপনার কম্পিউটারের অটোরান ভাইরাস(Autorun) রিমুভ করতে পারবেন। এছাড়াও Safe mode restore, Edit host করা, Sys, ini, inf, bat ফাইল রিপেয়ার, আপনার কম্পিউটার এর ডেস্কটপ স্ক্রিনের কোন শর্টকাট মুছে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে তা অনায়াসে ফিরিয়ে আনতে পারবেন। এছাড়া আপনার কম্পিউটারের কোন ড্রাইভ অসাবধানতা বশত হাইড হয়ে গেলে তান পুনরায় Unhide করতে পারবেন। মোদ্দা কথা অনেক কাজের কাজী এই সফটওয়ারটি খুবই কাজের।  এটি একটি পোর্টেবল সফট তাই ইনস্টলের ঝামেলা নেই্। শুধু কপি করে এনে আপনার ডেস্কটপ স্ক্রিনে এনে রাখলেই হল। যখনই কোন প্রবলেম হবে, শুধ ডাবল ক্লিক করে রান করুন আর উপরের স্ক্রীনের মত একটি উইন্ডো দেখতে পাবেন। এখান থেকে সবগুলো অপশন চেক করুন আর Re-Enable বাটনে ক্লিক করুন।

Modem problem or Pc repair wit Re-Enable soft-1

এখন আপনার কম্পিউটার রিস্টার্ট হওয়ার জন্য আপনার অনুমতি চাইবে। Yes বাটনে ক্লিক করুন আর রিস্টার্ট দিন। দেখবেন আপনার পিসি যাবতীয় সমস্যা এক তুড়িতেই নিমিষেই সমাধান।
অনেক বক-বক করে ফেললাম। ডাউনলোড লিংকটাই তো শেয়ার করা হল। নীচের ডাউনলোড লেখাটির উপর ক্লিক করুন আর ডাউন লো্ড করুন এই ১ কেবির এই পুচকে ইউটিলিটি সফটটি।

No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages