এন্ড্রয়েড ফোনের Root এবং un-root আসলে কী? আসুন জানি Rooting এবং un-rooting - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

এন্ড্রয়েড ফোনের Root এবং un-root  আসলে কী? আসুন জানি Rooting এবং  un-rooting

এন্ড্রয়েড ফোনের Root এবং un-root আসলে কী? আসুন জানি Rooting এবং un-rooting

Share This
সবাইকে ইনফোটেকলাইফ.কম এর পক্ষ থেকে একরাশ শুভেচ্ছা। যারা এন্ড্রয়েড ফোন ব্যবহার করেন তারা সকলেই হয়ত বা শুনে থাকবেন রুট(Root) বা আনরুট(Un-root) নামক শব্দটি। হয়তবা অনেকেই ইতোমধ্যে আপনার সাধের ফোনটিকে হয়তবা রুট করে ফেলেছেন। কিন্তু আমরা জানি কী, আসলে রুট বা আনরুট  শব্দদুটি দ্বারা আসলে কি বোঝায়? আমার আজকের পোস্টটি তাদের জন্য যারা অন্তত কোন কিছুকে জানতে বা জানার আগ্রহ প্রকাশে সদা ব্যাকুল থাকেন। তো আসুন কথা না বাড়িয়ে শুরু করা যাক-

Image Related to Rooting


এখন সকলে কেন এন্ড্রয়েড ফোন ব্যবহার করেন? এর প্রশ্নের উত্তর অনেক হলেও এর একটি কারন হল এর সীমাবদ্ধতা কে দুর করে এর ক্ষমতা ও সামর্থ্যকে বৃদ্ধি করা যায়। কিন্তু এর মানে এই দাঁড়ায় না যে, অন্য ফোনগুলো(এন্ড্রয়েড বাদে) ভাল নয়। আসলে এন্ড্রয়েড ফোনগুলো তার ব্যবহারকারীকে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন এপস ইনস্টল ও তা ব্যহার করার সুবিধা দেয় যা আপনি ইচ্ছা করলেই গুগল প্লে-স্টোর হতে অনায়াসে নামিয়ে নিতে পারেন । তাই তো সারা পৃথিবীজুড়ে এন্ড্রয়েড ফোনের এত জয়জয়কার। কিন্তু মাঝে এমন হয় যে, আমরা আমাদের সাধের এ্যাপসটি বা কোন ইউটিলিটি ব্যবহার করতে গিয়ে এন্ড্রযেড ফোনে কিছু সীমাবদ্ধতার সম্মুখীন হই। অর্থাৎ আমাদের সাধের ফোনটিকে সাজাতে পারিনা,  কারন আপনার সাধের এন্ড্রয়েড ফোনটির নির্মাতা কোম্পানী তাদের কিছু ডিফল্ট এ্যপস সহ অন্যান্য কিছু সুবিধা রেস্ট্রিক্ট(Restricted) করে দেয় আর সেই সীমাবদ্ধতাকে আপলিফট করতেই Root নামক শব্দটির অবতারনা।
আপনি যদি একজন এন্ড্রয়েড ইউজার হয়ে থাকেন, তবে আপনি নিশ্চয় বিভিন্ন ওয়েব সাইটে এই রটিং(Rooting) সম্বন্ধে শুনে থাকবেন। কিন্তু আপনি যদি একজন নতুন এন্ড্রয়েড ইউজার হয়ে থাকেন, আর রুট শব্দটির সাথে পরিচিত না হন তবে আপনি সঠিক জায়গাতেই এসেছেন। এই আরটিকেলটিতে আজ আমরা আলোচনা করব-

  • এন্ড্রয়েড ফোনে রুট বা আন-রুট কি(What is Rooting and Unrooting)?
  • রুটেড এবং রুট বিহীন এন্ডয়েড ফোনের মাঝে পার্থক্য কি?
  • রুট কৃত এন্ডয়েড ফোনের সুবিধা আর অসুবিধা কি?

আসলে রুট কি(What is Rooting)?

রুট(Rooting) হল এমন একটি প্রক্রিয়া যার মাধম্যে  স্মার্টফোন, ট্যাবলেট পিসি অন্যান্য ডিভাইস যা এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলে তার পূর্ন নিয়ন্ত্রন এর ব্যবহার কারি পেতে পারে। সাধারনতঃ এন্ডয়েড ফোনের  wireless service providers এবং hardware manufacture কোম্পানীগুলো যে সকল রেস্ট্রিকশন বা সীমাবদ্ধতা এর মাঝে ইনপুট করে দেয় সেই সকল সীমাবদ্ধা থেকে মুক্তিপেতেই সাধারনত এন্ড্রযেড ফোনটি রুট করার প্রয়োজন পড়ে। ফলে আপনার এন্ডয়েড ফোনের পুর্ন  নিয়ন্ত্রন আপনি পেয়ে যাবেন।  আপনি যদি আপনার এন্ডয়েড ফোনটিকে রুট করে থাকেন, এর অর্থ দাঁড়ায় আপনি একজন সুপার ইউজার। আপনার ইচ্ছেমত আপনি আপনার সেটটিকে কাস্টমাইজ করতে, সিস্টেম এপ্লিকেশন রিপ্লেস করতে এবং সেটিং পরিবর্তন করতে পারবেন। তো এতক্ষণে নিশ্চয় বুঝে গেছেন রুট (Rooting) নামক ছোট্ট শব্দটির্ মাহাত্ম। এর মাধ্যমে আপনি যে কোন বিশেষ এ্যপস যা রান করতে এডমিনস্ট্রেটর লেভেল পারমিশন প্রয়োজন তা অনায়াসে  চালাতে পারবেন, এবং যে  কোন কাজ যা একজন নরমাল এন্ডয়েড ইউজারের পক্ষে সম্ভব নয় তা করতে পারবেন। 
রুট (Rooting) হল jailbreaking devices এর অনুরুপ যা  Apple iOS operating system অথবা Sony PlayStation 3 ব্যবহৃত হয়। 

Android image


তাহলে এত নাম থাকত কেন এটিকে Rooting বলা হয়?

সাধারনতঃ Root শব্দটি Unix/Linux ওয়ার্ল্ড হতে এসেছে, এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমে সকল ফাইল ও প্রোগ্রাম রান করতে যে প্রিভিলেজ এন্ড পারমিশন প্রয়োজন  তার পুর্ন নিয়ন্ত্রন হাতে পাওয়াকে বুঝাতে এই শব্দটির অবতারনা।

আন-রুট কি (What is Unrooting)?

আনরুটিং হল রুট এর একটি বিপরীত প্রক্রিয়া যার মাধ্যমে রুট করা সেটটিকে আবার পুর্বে অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। িএই প্রসেসটি আপনাকে আপনার সেটের ওয়ারেন্টি শর্তকে কার্যকর করে যা আপনি রুট করার ফলে হারিয়েছিলেন।

এন্ডয়েড ফোন রুট করার সুবিধাসমুহ(Advantages of Rooting an Android Phone)

আসলে আমরা অনেকে এন্ডয়েড ইউজ করলেও এর রুট করা সম্পর্কে জানিনা। এমনকি রুট করার ফলে এন্ড্রয়েড ফোনে কি সুবিধা হয় তাও আমরা জানি না। নিচে এন্ডয়েড ফোন রুট করার সুবিধা সমুহ সংক্ষেপে  আলোচিত হল-
  • কাস্টম সফটওয়ার(ROM’s) ইনস্টল করার সুবিধা:

রুট করলেই আপনি একজন সুপার ইউজার। তার মানে আপনি আপনার সেটে Custom ROM’s  ইনস্টল করতে পারবেন। প্রাথমিকভাবে Custom ROM হল িএন্ড্রয়েডের নজস্ব একটি ভারসন সফটওয়ার বা অপারেটিং সিস্টেম যা ডেভেলপারগন ডেভেলপ করে থাকেন। েএই সফটি ইনস্টল করার ফলে আপনার স্মার্টফোন ব্যবহারে অভিজ্ঞতাই পাল্টে যাবে। এটার দ্বারা আপনি আইকনের রং(icons), এ্যপ ডক(app dock), এ্যপ মেনু(app menu) পরিবর্তন করতে পারবেন। মোদ্দা কথা হল কাস্টম রম এর মাধ্যমে আপনি আপনার এন্ড্রয়েড ডিভাইসটির পূর্ন নিয়ন্ত্রন পেয়ে যাবেন যা একজন নরমাল ইউজারের পক্ষে সম্ভব নয়।
  • কাস্টম থিমস্ এর ব্যবহার
রুট করার ফলে আপনার ভিভাইসটিকে আপনার মনের মত খিম দিয়ে সাজাতে পারবেন। আপনি ইন্টারনেটি সার্চ

 দিলে হাজার হাজার খিমস পাবেন যা দিয়ে আপনার সাধের এন্ডয়েড সেটটিকে নিজের মতে করে রাঙিয়ে নিতে পারবেন। 
  • কুল এপ্লিকেশন(Cool Applications)
অনলাইনে অসংখ্য এপ্লিকেশন পাওয়া যাবে যা কেবল একটি রুটেড এন্ড্রয়েডেই কাজ করবে। যেমন- স্ক্রিনশর্ট এ্যপস(screenshot apps), ওভারলকিং(Overlocking apps) এ্যপস, রম ম্যানেজার (ROM Manager), ওয়ারলেস টেথার(Wireless Tether) ফর রুট ইউজার, রুট এক্সপ্লোরার, টাইটেনিয়াম ব্যক-আপ ইত্যাদি।
  • স্পিড এন্ড পারফর্মেন্স 
আমরা হয়তবা সকলেই জানি যে, আপনার স্মার্টফোনের প্রসেসরের পারফর্মের পেছনে রয়েছে kernels । তাই আপনি যদি kernels ভারসনটি পরিবর্তন করে নেন আপনি তাহলে এর প্রসেসর ও পরিবর্তন করতে পারবেন যার মাধ্যমে ্আপনার এন্ডয়েড ডিভাইসটির পারফর্মেন্স ও স্পিড দুটোই বৃদ্ধি করতে পারবেন।
  • ব্যাটারী লাইফ বৃদ্ধি
এমন অনেক এ্যপস্ রয়েছে যেগুলো শুধু মাত্র রুটেড ডিভাইস এর জন্যই তৈরী এবং সেগুলো সেটিং সিস্টেমে সরা-সরি প্রবেশ করতে পারে যা আপনার সাধের মোবাইলটিকে সবোত্র মাত্রায় অপটিমাইজ করে আপনার মোবাইলের ব্যাটারি লাইফকে অনেক খানি বাড়িয়ে দেয়।
  • সাপোর্ট করেনা এমন এপস সহজেই ইনস্টল দেওয়া যায়
অনলাইলে অনেক এপস রয়েছে যেগুলো আপনার মো্বাইলটি যদি রুট করা না থাকে তবে তা সাপোর্ট করে না। ফলে এসকল এপস ব্যবহারের সুবিধা হতে আপনি একরকম বঞ্চিত থাকেন। ‍রুট করার ফলে আপনার মো্বাইলের  build.prop file এডিটেবল হয়ে যায় যার ফলে যে কোন এপস সহজেই ইনস্টল করতে পারেন।
  • আপনার সাধের মোবাইল খানার ব্যক-আপ দেওয়ার জন্য
আপনার মোবাইলটি যদি ইতোমধ্যেই রুট করে থাকেন, তবে আপনি সহজেই এত কাস্টম বুট লোডার(Custom Boot Loader) ইনস্টল দিতে পারবেন এবং আপনার শখের ডিভাইসটির ন্যানো-ড্রাইভ করে রাখতে পারবেন। এর ফলে আপনি আপনার ডিভাইসটিকে আবার পুর্বের অবস্থায় নিয়ে যেতে পারবেন যেসময় আপনার শখের মোবাইলটির পারফর্মেন্স বেস্ট ছিল। 
তো এইতো গেল এর সুবিধাসমুহ। যদি আপনি মনেকরেন যে কোন দিক বাদ পড়েছে, তবে আমাকে কমেন্ট অপশনের মাধ্যমে জানান, আপনার মতামত সাদরে গৃহীত হবে। 

এন্ড্রয়েড ফোনের রুট করার কিছু অসুবিধা(Disadvantage of Rooting an Android)

রুট করার যেমন সুবিধা অনেক তেমনি, আপনি কিছু অসুবিধার সম্মুখীন ও হতে পারেন। দেখুন তাহলে রুট করার কিছু অসুবিধা-

  • ব্রিকিং(Bricking) এর ঝুকি থেকে যায়
প্রথমত যে কারনে অনেকেই রুট করা থেকে বিরত থাকতে চায় তা হল, এতে আপনার সেটটির ব্রিকিং এর ঝুকি থাকে। ব্রিকিং (Bricking) বলতে সাধারনতঃ ডিভাইসের অপারেটিং সিস্টেম পরিবর্তনের এমন এক ত্রুটিপুর্ন
 পদ্ধতিকে বোঝায় যার ফলে আপনার মোবাইল সিস্টেমটি পুরো ভেঙ্গে পড়ে(অর্থাৎ মো্বাইলে টাচ অপশন কোন ইনপুট নিতে চায় না)। সাধারনত রুট করার সময় কোন রকমের ত্রুটি হলে মোবাইলে ফ্ল্যাশ রম(Flash ROM) অথবা অপারেটিং সিস্টেম(OS) আপগ্রেডে ত্রটি দেখা দেয় ফলে আপনার সাধের এন্ডযেড ফোনটি অকেজো হয়ে পড়ে।
একেই টেকনোলজিক্যাল টার্মে ব্রিকিং (Bricking)বলে।
সমস্যা নেই এর সমাধানও আছে। আপনার ফোনটি রিসেট করে নিন আর এসডি(SD card) কার্ড ও ক্যাশ (cache) ডেটা মুছে দিন। 

  • বিক্রয়োত্তর সেবা(Loose Warranty) হতে বঞ্চিত হবেন
আপনি আপনার সাধের এন্ড্রয়েড টি রুট করেছেন? এরই মধ্যে আপনার ফোনের কোন বাহ্যিক ক্ষতি হয়েছে, আপনি নিশ্চিতভাবে আপনার সাধের নতুন ফোনটিকে শো-রুমে নিয়ে যান যেখান হতে এটি কিনেছিলেন। দেখবেন তারা আর আপনার ফোনটিকে বিনামুল্যে রিপেয়ার করেদেবে না। কারন আপনি তাদের শর্ত ভঙ্গ করেছেন। এর ফলে আপনি যদি কম-জান্তা মিহির আলী হন তাহলে ওয়ারেন্টি সুবিধা হারাবেন।

  • আপনার সেটটি ক্ষতিকর ম্যালওয়ার দ্বারা আক্রান্ত হতে পারে
রুট করা অবস্থায় আপনার সেটে যদি কোন কোন এপস ইনস্টল করার সময় তাতে ম্যালওয়ার ইনস্টল হয়ে যায়। তবে তা আপনার সেটটিস জন্য একটি ক্ষতির কারন হতে পারে। তার মানে আপনার সাধের ফোনটিতে যদি কোন এন্টিভাইরাস না থাকে তবে সহজেই এটি যে কোন worms, viruses, spyware and Trojans দ্বারা আক্রান্ত হতে পারে। 

তাই এখন সিদ্ধান্ত আপনার! আপনি আপনার সাধের এন্ড্রয়েড সেটটির রুট করবেন কি না তা একবার ভেবে দেখুন। তবে আমার পরামর্শ হল রুট সর্ম্পকে ভালভাবে জেনে তবেই রুট করা ভাল। এতে করে ঝুকি কম থাকে। আপনি যদি অনভিজ্ঞ হয়ে থাকেন তবে একাজ হতে বিরত থাকুন নতুবা যে এসম্পর্কে এক্সপার্ট তার সাহায্য নিন। ভাল থাকবেন সবাই।

No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages