শুভেচ্ছা সবাইকে ইনফোটকলাইফ.কম এর পক্ষ থেকে, আজ আমি আপনাদের মাঝে শেয়ার করতে এসেছি এমন একটি বিশ্বসেরা ভিপিএন সফটওয়ার সম্পর্কে যার নাম বিশ্ব জোড়া। সফটওয়ারটির নাম Hotspot Shield 5.20 এটির সাহায্যে আপনি যে কোন ব্লক সাইটে প্রবেশ সহ যে খানে আপনার নিরাপত্তার বিষয়টি সামনে চলে আসে সেক্ষেত্রে আপনাকে ঝুকিমুক্ত রাখা যায়। যেমন বাংলাদেশে এখন ফেসবুক এখন সাময়িক বন্ধ আছে, বাংলাদেশ সরকার নিরাপত্তা ইস্যুতে বেশ কিছুদিন এটাকে বন্ধ করে রেখেছে। কিন্তু প্রয়োজন তো আর কোন আইন মানে না, গুটি কতক লোকের বিপথগামীতার কারনে সাফার করতে হয় সকল আমজনতাকে। তাই আসুন ফেসবুক সহ সকল সোসাল মিডিয়াকে আমরা পজিটিভ কোন কাজে ব্যবহার করি। যেমন আমরা যাঁরা অনলাইনার বিভিন্ন মার্কেটিং কাজে এটিকে ব্যবহার করি, তাদের নিকট সিদ্ধান্ত মরার উপর খাড়ার ঘা বলে পরিগনিত হয়েছে। আজ আমি Hotspot Shield 5.20 শেয়ার করছি, এর সাহায্যে আপনি যে কোন ব্লক সাইটে অতি সহজেই প্রবেশ করতে পারবেন। এই সফটওয়ার টি আর্ একটি ইতিবাচক দিক আছে, আমরা অনেক সময় বিভিন্ন অনলাইন ব্যাংক পেপাল, পাযজা, স্ক্রিল মানিবুকার সহ যে কোন ব্যাংক একাউন্টে আমরা প্রতিনিয়তই প্রবেশ করি, যে খানে অনলাইনে নিরাপত্তা নিয়ে আমরা সর্ব দা আমরা শংকিত থাকি।এই বুঝি আমার ব্যাংক একাউন্টে কেউ প্রবেশ করল আর টাকা গুলো কেউ হাতিয়ে নিল। বিশেষ করে বাংলাদেশ পেপাল সাপোট করে না, কিন্তু পেপাল হল বিশ্ব সেরা পেমেন্ট গেটওয়ে যার সাহায্য না হলে আমাদের একমুহুর্তও চলেনা। তাই আমরা বহু কষ্টে হয়ত বা পেপাল একাউন্ট পায়, কিন্তু টেকেনা দুদিনও কারন বাংলাদেশ থেকে দুদিন এই সব একাউন্টে প্রবেশ করতেই তিন দিনের দিন এরা আপনার একাউন্ট ব্লক করে দেয়। তাই তাদের কথা বিবেচনায় রেখেই আমার এই পোস্টটি। Hotspot Shield 5.20 নামের এই সফটি আপনার সাথে রাখুন আর পেপাল সহ যে কোন নিষিদ্ধ ও ব্লক সাইটে প্রবেশ করুন কোন রকম নিরাপত্তা ঝুকি ছাড়াই। সফটওয়ারটির সম্পর্কে আরও জানতে একবার ঘুরে আসুন এদের সাইট হতে।
এই সফটওয়ারটি আমি একটি জিপ বা রার ফাইল আকারে দিয়ে দিয়েছি যার যার ভেতর একটি একটিভেটর ও একটি আপডেটার রয়েছে যার সাহায়ে এটিকে আপনি যে ভারসনে আপডেট করে নিতে পারবেন। এবং ২০১৮ সাল পর্য ন্ত এলিট ভারসন ইউজার হিসাবে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন।
তো কথা না বাড়িয়ে আসুন নীচের ডাউনলোড লিংক হতে ডাউনলোড করুন সফটওয়ারটি। ফাইলটি এক্সট্র্যাক্ট করে ডেস্কটপে নিয়ে এনে রাখুন । সেট আপ ফাইলে গিয়ে সফটওয়ারটি ইনস্টল দিন। সফ্টওয়ারটি ইনস্টল দেওয়ার সময় ইন্টারনেট কানেকশন দিয়ে রাখুন। সফটওয়ারটি ইনস্টল দেওয়া হলে এবার কিছু সময়ের জন্য আপনার এন্টিভাইরাসটির প্রটেকশন অফ রাখুন । Set up ফাইলের ভিতর থাকা অপর একটি ফাইল যা নাম HSS-5.20.6-nodrv-update.exe টির উপর ডান মাউসে ক্লিক করে Run As Administrator হিসাবে রান করুন এখন কিছুক্ষণ অপেক্ষা করুন যে পর্যন্ত না ডান পাশে নিচের দিকে এই মেসেজটি দেখায়।
এখন ডান পাশের Hotspot shield আইকনে রাইট বাটনে ক্লিক করে প্র্রথমে একে ইন্টারনেট হতে ডিসকানেক্ট করে নিন, এবং পরে একে সম্পুর্নরুপে ক্লোজ করে নিন। নিচের ছবিতে দেখুন কিভাবে ক্লোজ করুতে হবে।
ডাউনলোড করা ফাইলের মধ্যে Activator ফোলডারটি ওপেন করুন। এর মধ্যে থাকা Hotspot Shield Elite Activator.exe টি রান করুন। রান হলে এখন Activate বাটনে ক্লিক করুন। নিচের মেসজটি না দেখা পর্যন্ত অপেক্ষা করুন।
এখন OK বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন, আপনার Activator ফোলডারটির মধ্যে থাকা BLOCKHosts.bat নামের ফাইলটির উপর মাউসের রাইট বাটনে ক্লিক করে “Run As Administrator” অপশন হতে রান করুন। এখন আপনার কাজ শেষ, অপেক্ষা করুন কিছু সময়ের জন্য দেখবেন, নীচের ছবির মত একটি উইন্ডো আসবে।
তো হয়ে গেল তো আপনার সাধের Hotspot Shield নামের সফটওয়ারটি ২০১৮ সাল পর্যন্ত একটিভেট। এখন নিশ্চিন্তে ব্যবহার করতে থাকুন ফেসবুক সহ যাবতীয় ব্লকড এবং নিষিদ্ধ সাইট।
No comments:
Post a Comment