সকলকে ইনফোটেক লাইফ.কম এর পক্ষ থেকে একরাশ শুভেচ্ছা্। আজ HTML ও Webdesign টিউটোরিয়ালে আপনাদের জন্য এই প্রথম ইনফোটেকলাইফ.কম এ দুটি Color Code Editor যুক্ত করা হল। যারা ওয়েব ডিজাইন নিয়ে ঘাঁটা-ঘাটি করেন তারাই জানেন পেজে বা টেক্সটে বিভিন্ন রঙের ইফেক্ট দেওয়ার জন্য রঙের HTML বা hex কোড কতটা জরুরী। যেহেতু ইনফোটেক লাইফ.কম একটি অনলাইন স্কুল এখানে অনেকে অনেক কিছু শেখান ও শিখেন তাই আপনাদের জন্য এই টুলস দুটি যোগ করা হল।
কালার কোড টুল-১
কালার কোড টুল-২
উপরের টলটিও কালার পিকিং এর ক্ষেত্রে একটি ভিন্ন মাত্রা এনে দেবে। ধরুন আপনি একটি রঙ্গের RGB(RGB means R=Red, G=Green, B= Blue) কতটুকু তা জানেন কিন্তু তার হেক্সা কোড(hex) কি তা জানেন না, এই টুলসটি তাহলে আপনার জন্যেই। নিচের ঘরগুলোতে পরিমানটুকু বসিয়ে দিন, ডান পাশেই হেক্সা কোড দেখতে পাবেন।
এছাড়া কালার পছন্দের জন্য আর একটি ছোট্ট সফট আছে যার নাম Pixie color picker এটি দ্বারা যে কোন রঙের জন্য হেক্সা কোড পেতে আপনাকে সাহায্য করবে। এর দ্বারা যে কোন ইমেজ হতে আপনি রং পছন্দ করতে পারবেন।
তো ভাই সাব, দের কিস বাত কা? ডাউনলোড করুন এখান হতে। এই সফটওয়ার টুল টি পোর্টেবল তাই ইনস্টল করার ঝামেলা নেই্। ব্যস নামিয়ে নিন আর ব্যবহার করুন।
No comments:
Post a Comment