<<------------♥----------->>
মোঃ কামাল হোসেন।
তারিখ: ১৩/০৫/১৮ ইং
মাকে নিয়ে
কিছু কথা বলতে আমি চাই।
মায়ের মতো
আপন কেহ এই ত্রিভুবনে নাই।
মায়ের আদর
মায়ের স্নেহ মায়ের ভালবাসা।
পারবেনা আর
দিতে কেহ এমন সকল ভালবাসা।
ছোট্ট বেলায়
ঘুম পাড়াতো বারান্দাতে বসে।
আমার স্মৃতিতে
সতেজ হয়ে আজও মনে ভাসে।
মাগো তুমি
জান্নাত আমার তোমার পদতলে।
তোমায় ভক্তি
না করিলে ঠাঁই দোজখেরি তলে।
পৃথিবীতে আছে
যত জগতজননী মায়ের ও জাতি।
সকল সন্তানেরা
করো সেই মাকে সম্মান ভক্তি।
No comments:
Post a Comment