<<------------♥----------->>
মোঃ কামাল হোসেন।
তারিখ: ১৬/০৬/১৮ ইং
আমার ভালবাসা শুধু তুমি
কখনে মুগ্ধতা কখনো নিরবতা
কখনো অপলক দৃষ্টিতে
তোমার পানে চেয়ে থাকি।
আমার ভাললাগা শুধু তুমি
অনুভূূতি যা মন ছুঁয়ে বলে
সুখি আমি এজীবনে
তোমায় ঘিরে পাশে থাকি।
আমার কল্পনায় শুধু তুমি
অজানা আবেগে শিহরিত মন
উদ্ভট ভাবনা মন নিয়ে
স্বপ্ন এঁকে যেন বেঁচে থাকি।
আমার হৃদয়ে শুধু তুমি
নির্জন প্রহরে ফেলে আশা
স্মৃতি যেন লজ্জার চাদরে
স্বীকৃতি রুপে ঢেকে রাখি।
আমার ছন্দতালে শুধু তুমি
খুঁজে পেলাম শুভ্রতায়
নীল আকাশ সাগরের ঢেউয়ে
ঝর্নাধারার বুকে ডুবে থাকি।
আমার নিঃস্বাসে শুধু তুমি
দৃঢ় আমি তোমার ভালবাসার
প্রতিটি নিঃশ্বাসের কণায়
বিশ্বাস নিয়ে বেঁচে থাকি।
No comments:
Post a Comment