<<------------♥----------->>
মোঃ কামাল হোসেন।
তারিখ: ১৫/০৫/১৮ ইং
এলো রে...এলো ঐ মাহে রমজান--!!
মুক্তির বার্তা নিয়ে এলো পুণ্যে ঈমান।
ত্রিশ দিনের ত্রিশ রোজা রাখিব করি পণ
পাপের হবে অবসান ঈমান করবে শান।
আর নয় পথভ্রষ্ট লক্ষ মোদের পরিত্রাণ
ঈমান আমল শক্ত করব এটাই অমূল্য ধন।
এলো রে...এলো ঐ মাহে রমজান--!!
শিক্ষা নিয়ে বারোটি মাস করিব আছান।
ফিতনা-ফেসাদ আছে যতো করিবো লুন্ঠণ
হালাল খাবো হারাম যতো করিবো বর্জন।
ফিৎ-রা দিব আছে যতো গরীব দুঃখীজন
ফুটবে হাসি করবে দোয়া সোয়াবঅন্য।
এলো রে...এলো ঐ মাহে রমজান--!!
মধুর সুরে আল্লার নামে পড়িব কুরআন।
বেশি বেশি ছদকায়ে করিবো দান
বিনিময়ে পরকালে নেকি পাবো দান।
রোজা রাখো নামাজ পড় হও পুণ্যবান
আখেরাতের বড় ধনি হও মুসলমান।
এলো রে...এলো ঐ মাহে রমজান--!!
রহমেতর ডালি এলো গাই আল্লার গান।
মাপ চাইলে মাপ পাবে আনিলে ঈমান
এমাসের এক নেকি সত্তর নেকির সমান।
ছেহরী-ইফতারে বরকত এর মান
নিজ হাতে দিবে আল্লায় পুরুষ্কার রাইয়্যান।
No comments:
Post a Comment