মোঃ কামাল হোসেন।
-------*♥*-------
তারিখ:- ২৫/০৭/১৮ ইং-
একটি ভিক্ষা দাওগো তোমরা
একটি ভিক্ষা দাও,
অনাহারে আছি আমি
আমায় বাঁচতে দাও।
তোমরা থাকো নিজের বাড়ি
আমার নাইকো ঘর,
রোদ বৃষ্টি মাথায় নিয়ে
ঘুরি দারে দার।
ভিক্ষা আমার রুটি রুজি
মা বাবা তো নাই,
পথে পথে ঘুরি আমি
থাকার জায়গা নাই।
আমার মত অনেক শিশু
ঘুরছে অলি গলি,
কপাল যাদের এমনি পোড়া
ভাগ্য হলো বলি।
আর কতকাল ভিক্ষা চাইবো
তোমাদেরই দ্বারে,
যৌবনে কে দিবে বিয়া
প্রশ্ন রাখি বারে?
আছেন যত মধ্যবিত্ত শিল্পপতি
সরকার প্রধান,
ঘুমন্ত চোখ মেলে দেখো
আমি তোমাদেরই সন্তান।
No comments:
Post a Comment