মোঃ কামাল হোসেন।
-------*♥*-------
তারিখ:-০৩/০৭/১৮ ইং-
তোমার কল্পনায়
চির চঞ্চল-লীলায়িত।
তুমি মহাসুমুদ্রের কল্লোল
ভালবাসার প্রেমজল।
তুমি প্রকৃতির ছবি
অজানা কৌতুহল।
তুমি প্রেমে,তুমি মনে,
তুমি বিরহের ছন্দে
শোভাবর্ধনে রেখছো
পৃথিবীর অহংকার।
কলরব তোমার প্রেমের
ভাবধারা চিরকাল।
তৃষ্ণার্ত তুমি কামনায়
অশান্ত বাসনায় তুমি
আপন স্পর্শে যেন
বুকফাটা আর্তনাদ।
প্রাণের আবেগে তুমি
জেগে আছো অবিচল।
তুমি কবিতার ভাষায়
বিশ্ব করেছো শান্ত।
অভিমানী মেঘের
আলোর আশায়
ডুবিয়ে রেখেছো শত-
প্রেমিকের আঁখিজল।
No comments:
Post a Comment