মোঃ কামাল হোসেন।
-------*♥*-------
তারিখ:-২৪/০৬/৯৪ ইং-
আজও মনে পড়ে সেই চুরানব্বই।
স্কুলের স্মৃতি আর খেলার দিনগুলি ভেবে কখনও আনন্দ, কখনও ব্যথা--
আরও কতশত স্মৃতি,
কালের তরীতে ভেসে আসা সেই---
সোনালি দিনগুলি।
হারিয়ে গেছে, শৈশব-কৈশোরে
ফেলে আসা দিনগুলি।
জানি আর কখনো আসবে না ফিরে,
তাতে কী?
মধুময় সেই অতীত স্মৃতিকে----
পেরেছি কি ভুলতে?
সত্যিই স্মৃতির ক্যানভাসে এমনকিছু স্মৃতির ছবি আঁকা হয়ে যায়, যা ভোলা যায় না কখনোই। বিশেষ করে চিরচঞ্চল বয়সের দূরন্ত কৈশোরের স্কুল জীবনের কথা। হয়তো বয়সের ভারে সেই ছবিতে ধুলো পড়ে যায় কিন্তু ধুলি সাফ করলেও স্মৃতির আয়নায় সেই শান্তি আজও খুঁজে ফিরি। চোখমেলে, ভেসে ওঠে সেই সোনাঝরা দিনগুলি।
No comments:
Post a Comment