<<------------♥----------->>
মোঃ কামাল হোসেন।
তারিখ: ২৭/০৫/১৮ ইং
অন্ধ ভালবাসার গন্ধ বেশি
নকল ভালবাসার সুবাস বেশি।
সত্য প্রেমে রাগা রাগি
নকল প্রেমে হাসা হাসি।
বুঝবে যেদিন খুঁজবে সেদিন
রাগ-যে ছিল বড্ড দামি।
পদ্ম আঁখির মায়ার টানে
মিলবে আলো আঁধার যামি।
স্বপ্ন ছায়ায় লিখব স্মৃতি
বাইব তরী মন পবনে।
অন্তরজ্বালা যাবে মুছে
হিমান্তের ঐ নিশিপানে।
No comments:
Post a Comment