মোঃ কামাল হোসেন।
-------*♥*-------
তারিখ:-০৭/০৭/১৮ ইং-
সালাম নিবে,প্রনাম নিবে তোমাদের
আমি প্রিয় বন্ধুজন,
তোমাদের মায়া,আশির্বাদ,কৃপা মাথায়
রাখিব আজীবন।
কেমন আছো বন্ধুরা? অভিনন্দন যত
আছো এফবি বন্ধুগন,
সবাইকে আমার প্রাণঢালা শুভেচ্ছা
করিলাম নিবেদন।
কেউ লিখো কবিতা,ছন্দ,স্ট্যাটাস,গল্প
আরও কাব্যলিপি,
কেউবা আবার সেলফি তুলে সোসালে
জ্বালো সুখের প্রদ্বীপ।
আমিও আছি তাই তোমাদেরই দলে
রেখেছি বুকে আসন,
ক্ষুদ্র মনে অতি সাধারণ নিজের স্বভাবে
বৃক্ষ করেছি রোপন।
ভালবেসে কত সোনাবন্ধুর রিকুয়েস্ট
করেছি এক্সসেপ্ট,
কেউ ভুলে যায় কেউ চলে যায় মমতায়
পড়ে রয় স্মৃতিপট।
মিশে আছো এহৃদয়ে যেন সুখ-দুঃখের
চেনা সাথী আদলে,
মধ্য রাতের ঐ চাঁদের কিরণ যেন পড়ে
তোমাদের কপালে।
সুপ্রিয় বন্ধুগন বকবক অনেক করলাম
এবার বলি শোন,
পোষ্ট যাই হোক লাইক কমেন্টে আছি
যদি হও প্রিয়জন।
অলস নিদ্রায়,অসুখে,আচ্ছন্নতার নীড়ে
পড়ে আছ যারা,
সকালের স্নানে সন্ধ্যালাপ প্রত্যুষে উপাসনা
করো কর আল্লাহর।
No comments:
Post a Comment