Keywords: pronoun, pronoun examples, types of pronoun, reflexive pronouns, English grammar in bengali, english grammar bangla, pronoun checker, personal pronouns, they them pronouns, bangla grammar,
Pronoun: Pro শব্দের অর্থ পরিবর্তে আর Noun শব্দের অর্থ নাম অর্থাৎ Pronoun শব্দের পুরো অর্থ দাঁড়ায় Noun বা নামের পরিবর্তে ব্যবহৃত শব্দ । তাই Pronoun এর প্রথাগত সংজ্ঞায় আমরা বলতে পারি, যে সকল Word বা শব্দ Noun তথা নামের পরিবর্তে বাক্যে ব্যবহৃত হয় তাদের Pronoun বলে। Pronoun এর শ্রেনি বিভাগ নিয়ে Grammar বিশেষজ্ঞগণের মধ্যে মত পার্থক্য রয়েছে। Pronoun এর শ্রেনিবিভাগ করতে গিয়ে তাঁরা বিভিন্ন আঙ্গিকে এর শ্রেনিবিভাগ করার প্রয়াস পেয়েছেন। তাই মত ভেদে আমরা বিভিন্ন শ্রেণির Pronoun দেখতে পায়। নিচের চিত্রটি ভালভাবে খেয়াল কর-
1. Personal pronoun: কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর পরিবর্তে যে Pronoun ব্যবহৃত হয় তাকে Personal pronoun বলে। যেমন: he gave me a book.
এরুপ কিছু Pronoun হলো- I, Me, We, Us, You, Thou, Thee, He, She, It, Him, Her, They, Them, ইত্যাদি।
2. Possessive Pronoun: কোন মালিকানা বা অধিকার বুঝাতে যে Pronoun বসে তাকে Possessive Pronoun বলে। কোন ব্যাক্তি, বস্তু বা জিনিষ অধিকারে আছে এমন Noun এর পরিবর্তে Possessive Pronoun বসে । যেমন: His pen is very nice.
এরুপ কিছু Pronoun হলো- my, mine, our, ours, your, yours, Thy, their, theirs, its, his, her, hers, ইত্যাদি।
3. Reflexive Pronoun: Subject এবং object একই ব্যাক্তি বা বস্তু হলে reflexive pronouns বসে। Reflexive pronoun গুলো subject কেই object হিসেবে reflect করে। Self এবং Selves যুক্ত শব্দ গুলি Reflexive Pronoun হয়। এগুলি Personal Pronoun এর সাথে যুক্ত হয়ে কর্তা ও কর্ম একই ব্যক্তিকে বুঝায়।
যেমন, He killed himself.
4. Intensive pronouns: অন্য কোন Noun বা Pronoun এর উপরে গুরত্ব প্রদান করার জন্য যে সকল pronoun ব্যবহৃত হয়, তাদেরকে Intensive pronouns বলা হয়। Reflexive pronoun এবং intensive pronoun দেখতে একই রকম কিন্তু intensive pronoun বাক্যে object হিসেবে ব্যবহৃত হয় না।
যেমন, The president himself ordered his soldiers to be ready for battle.
5. Indefinite Pronoun: যে Pronoun দ্বারা কোন ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্টভাবে বুঝায় তাকে Indefinite Pronoun বলে । যেমন: Anyone can do the work.
এরুপ কিছু Pronoun হলো- Anyone, Somewhere, Anybody, Anyway ইত্যাদি ।
6. Distributive Pronoun: যে Pronoun দ্বারা দুই বা ততোদিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকটিকে পৃথকভাবে নির্দেশ করে তাকে Distributive Pronoun বলে । এরুপ pronoun সবসয় Singular হয়। যেমন : Each of the players has got a prize.
এরুপ কিছু Pronoun হলো- Each, Either, Neither ইত্যাদি।
এ Pronoun গুলো Noun এর আগে বসে Noun কে নির্দিষ্ট করে এবং তখন এগুলো Adjective হিসেবে কাজ করে আবার যখন Noun এর কাজ করে না তখন demonstrative pronoun বলে।
যেমন: That is your book.
এরুপ কিছু Pronoun হলো- this, that, these, those ইত্যাদি।
8. Relative Pronoun: যে Pronoun বাক্যে পাশে বসে একই ব্যক্তিকে/বস্তুকে নির্দেশ করে এবং একই সাথে বাক্যে বিদ্যমান Clause কে উক্ত ব্যক্তি বা বস্তুর সাথে Relate বা সম্পর্কযুক্ত করে সে Pronoun কে Relative Pronoun বলে। যেমন: The boy who came here is very brilliant.
আরো কিছু Relative Pronoun: which, whose, who, That, whom, where ইত্যাদি।
9. Interrogative Pronoun: যেসব Pronoun প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয় তাদেরকে Interrogative Pronoun বলে। Interrogative Pronoun গুলি সাধারণত বাক্যের প্রথমে বসে। যেমন- What is your name? Whom do you want?
কিছু Relative Pronoun এর উদাহরণ হল:- Who, Whom, Whose, What, Which, When, ইত্যাদি ।
10. Reciprocal Pronoun: যে Pronoun দ্বারা দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বুঝায়, তাদেরকে Reciprocal Pronoun বলে। যেমন-They helped each other to build the bridge.
Reciprocal Pronoun গুলি হলো: Each other, One another etc.
নিচের টেবিলে কিছু Pronoun এর উদাহরণ দেওয়া হলো ।
No |
Pronouns |
Example Words |
1 |
Personal Pronoun |
I, Me, We, Us, You, Thou, Thy, Thee, He, She, It, Him, Her, They, Them |
2 |
Possessive Pronoun |
my, mine, our, ours, your, thy, yours, his, her, hers, its, their, theirs, |
3 |
Reflexive Pronoun |
myself, ourselves, yourself, yourselves, herself, himself, itself, themselves |
4 |
Intensive Pronoun |
myself, ourselves, yourself, yourselves, herself, himself, itself, themselves |
5 |
Indefinite Pronoun |
Any, anybody, anyone, anything, both, each, either, everybody, everything, many, much, neither, nobody, none, no one, one, other, others, some, somebody, someone, few, nothing |
6 |
Distributive Pronoun |
Each, either, neither, Any, none, no one |
7 |
Demonstrative Pronoun |
This, that, these and those |
8 |
Relative Pronoun |
Who, whose, whom which and that |
9 |
Interrogative pronoun |
Who, whom, whose, which, and what, Whoever, whomever, whichever, and whatever |
10 |
Reciprocal Pronoun |
Each other, One another |
No comments:
Post a Comment