Keywords: verb, phrasal verbs, modal verbs, gerund, linking verb, action words, action verbs, helping verbs, gerund meaning, verbs in english,modals meaning, modals in English grammar, verbs in English grammar, gerund examples, English Grammar in Bengali, English Grammar in Bangla, Grammar in Bangla,
Verb (ক্রিয়া): যে সকল word বাক্যে ব্যবহৃত হয়ে কোন কিছু করা ,হওয়া, যাওয়া, খাওয়া অর্থাৎ কোন কাজ করা বুঝায় তাকে verb বা ক্রিয়া বলে। ইংরেজীতে Verb কে Action Words ও বলা হয়ে থাকে। একটি বাক্যের ক্রিয়াকেই তার প্রাণ বলা হয়। অনেক
parts of speech রয়েছ যাদের ছাড়া বাক্য গঠন করা যায় কিন্ত verb ছাড়া কোন স্বার্থক বাক্য তৈরি
করা যায় না ।
যেমন;-
He plays football.
They are going to buy some food.
We are happy in his behaviour .
You are doing a good job.
উপরের বাক্যগুলোতে আন্ডার লাইন করা Word গুলো একটি একটি Verb । এরুপ আরও কিছু Verb হলো- go, eat, sleep, buy, sell, walk, run, see, play, write, give, help, get, do, behave etc
Verb শ্রেণিবিভাগ বুঝতে নিচের Flow Chart টি লক্ষ্য কর-
- Finite Verb (সমাপিকা ক্রিয়া)
- Non Finite verb (অসমাপিকা ক্রিয়া)
যে সব ক্রিয়া (verb) দ্বারা বাক্যে বক্তার বক্তব্য সম্পূর্ণ ভাবে প্রকাশ করা যায় এবং Subject এর Number ও Person অনুযায়ী যে সব Verb পরিবর্তন হয় তাকে finite verb বলে। finite verb দ্বারা একটি বাক্যের বক্তব্য পরিপূর্ন ভাবে প্রকাশ পায়। যেমনঃ-
He is running through the road.
They are watching movie.
১. Principal verb:– যে verb অন্য কোনো verb এর সহায়তা ছাড়া নিজেই স্বাধীনভাবে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে এবং বাক্যে যার অর্থই প্রাধান্য পায় তাকে Principal verb বলে । যেমন,
Transitive verb (সকর্মক ক্রিয়া)- যে সব verb সম্পূর্ণভাবে একাকী অর্থ প্রকাশ করতে পারে না।এ ক্ষেত্রে তাকে অবশ্যই একটি object গ্রহণ করতে হয় ,তাকে Transitive verb বলে।
উপরের উদাহরণে Drinking ও Bought Verb দুটি যথাক্রমে Milk ও Book দুটি Object গ্রহণ করেছে।
Intransitive verb (অকর্মক ক্রিয়া): যে সমস্ত verb বাক্য গঠনের সময় object গ্রহণ করেনা বা object এর প্রয়োজন হয় না, Object ছাড়াই সম্পূর্নভাবেই নিজের অর্থ প্রকাশ করতে পারে ,তাকে Intransitive verb বলে।
Linking verb: বাক্যে verb-এর পূর্বে ব্যবহৃত কর্তা ও পরে ব্যবহৃত noun বা adjective-এর মধ্যে সম্পর্ক (Link) সৃষ্টি করার বৈশিষ্ট্য যে verb গুলির মধ্যে রয়েছে,তাদের Linking verb বলে।
He is a student.[এই বাক্যে যে ব্যক্তি He সেই ব্যক্তিই student. He এবং student-এর মধ্যে যে verb-টি এমন সম্পর্ক সৃষ্টি
He is going there. তাহলে দেখা যাচ্ছে ’is‘-এর পর noun / adjective নাই এবং He ও going -এর মধ্যে কোন সম্পর্কও সৃষ্টি করতে পারে নাই। তাই এ বাক্যে ‘is’ linking verb নয়।
বি.দ্র:- Be verb যখন বাক্যে মূল verb হিসাবে ব্যবহৃত হয়, তখন তা linking verb হিসাবে ব্যবহৃত হয়। এছাড়াও appear, become, fall, feel, get, go, grow, keep, look, prove, read, remain, run, seem, sell, smell, sound, stay, taste, turn ইত্যাদি verb-কে মূল verb হিসাবে ব্যবহার করে তাদের পর noun / adjective ব্যবহার করলেই তারা linking verb হিসাবে ব্যবহৃত হবে। যেমন:
He becomes ill.
They felt nervous.
The milk went bad.
Modal Auxiliary: যে verb গুলি বক্তার মনোভাব (Mode) ব্যক্ত করতে verb মূল verb-কে সাহায্য করে, এবং যাদের পরে সবসময় Verb এর Base Form(রুপ) বসে, to বসে না, এমন কি এর পরে কোন Verb এর সাথে ing ও যুক্ত হয় না তাকে Modal auxiliary verb বলে।
যে verb দ্বারা বক্তার বক্তব্য সম্পূর্নভাবে প্রকাশ পায় না , বাক্যকে সম্পুর্ণ করার জন্য অন্য একটি finite verb এর প্রয়োজন হয়, subject এর number, person ইত্যাদি অনুসারে যে verb এর রুপগত কোনো পরিবর্তন হয় না তাকে Non Finite verb বলে।
I am doing my job to complete the task.
১. Infinitive– Verb এর Present রুপের আগে to যুক্ত করলে Verb এর যে রুপ পাওয়া যায় তাকে Infinitive Verb বলে। যেমনঃ- to do,to eat,to play,to run ,to buy
২. Participle- Particliple হচ্ছে verb এর সেই পরিবর্তিত form যা একইসঙ্গে Verb ও adjective এর কাজ করে। সাধারনতঃ মুল Verb এর সাথে ing যোগ করলে, মুল Verb এর 3rd রুপ বসলে অথবা Having+মূল Verb এর 3rd রুপ বসলে Participle হয়। যেমনঃ- going,gone,eating,eaten,doing, having finished, done,playing,played,buying ,bought ইত্যাদি।
Past participle:- যে সমস্ত Verb তার 3rd রুপ গ্রহণ করে Adjective এর কাজ করে তাকে Past Participle বলে। উদাহরণ- I saw a written letter on the floor. The broken bottle is on the table.
Perfect Participle:- Perfect participle এর ক্ষেত্রে প্রথমে having তারপর verb এর 3rd form বসে Adjective এর মত কাজ করে । উদাহরণ- Having finished home work, he went to play badminton. Having had a launch, Jui watched the movie.
৩.Gerund– মুল Verb+ing যুক্ত হয়ে যদি Noun এর ন্যায় বাক্যে ব্যবহৃত হয় তবে তাকে Gerund বলে। যেমনঃ- (Swimming) is a good exercise. I like (reading) biography.
No comments:
Post a Comment