কুষ্টিয়া সরকারী কলেজের সাবেক শিক্ষার্থী (উচ্চ মাধ্যমিক ব্যাচ-১৯৯৬) এর আয়োজনে প্রাণবন্ত অনলাইন আড্ডা - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

কুষ্টিয়া সরকারী কলেজের সাবেক শিক্ষার্থী (উচ্চ মাধ্যমিক ব্যাচ-১৯৯৬) এর আয়োজনে প্রাণবন্ত অনলাইন আড্ডা

কুষ্টিয়া সরকারী কলেজের সাবেক শিক্ষার্থী (উচ্চ মাধ্যমিক ব্যাচ-১৯৯৬) এর আয়োজনে প্রাণবন্ত অনলাইন আড্ডা

Share This
মানুষ স্বভাবতঃই একটু স্মৃতিকাতর; আর তাঁর এই কাতরতা প্রকাশ পায় তখনই যখন সে অতীতের মধুময় স্মৃতির নষ্টালজিয়ায় নিজেকে অবগাহন করায়। জীবনের কঠোর বাস্তবতায় সদা কাজে ব্যস্ত মানুষ, হাজারো কাজের মাঝে নিজেকে ডুবিয়ে রাখলেও রাতে ঘুমোতে যাওয়ার সময় হয়ত কখনো হারিয়ে যায় তার সুদুর অতীতে। স্মৃতির পাতা খুঁড়ে তুলে আনে তার জীবনের আনন্দময় মূহুর্ত। খুঁজে ফেরে তার মূল শিকড় কোথায়। জীবনের অনেকগুলো দিনই তো পার করলাম, তাই নয় কি? কিন্তু মনে হয় যেন এই তো সেই দিনের কথা ! অথচ এরই মাঝে পেরিয়ে গেছে অনেক ... টা সময়। জীবনে অতীতের খেরোখাতা খুলতে বসে তাই আমাদের প্রিয় বিদ্যাপীঠ কুষ্টিয়া সরকারি কলেজর কথা খুবই মনে পড়ল। কুষ্টিয়া সরকারি কলেজ বাংলাদেশের কুষ্টিয়া জেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। কুষ্টিয়া শহরের অভ্যন্তরে সুন্দর ও মনোরম পরিবেশে প্রায় ৫ একর জমির উপর নির্মিত এই কলেজটি। এই কলেজ বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। পহেলা জানুয়ারি, ১৯৪৭ সালে কলেজটি প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠালগ্ন হতে অদ্যাবধি কলেজটির সুনাম ঈর্ষান্বিত। বরেণ্য অনেক ব্যক্তিত্ব এ কলেজের আঙ্গিনাকে করেছে প্রাণবন্ত। কুষ্টিয়া সরকারি কলেজ বাংলাদেশের প্রথম শ্রেণির ৩০টি কলেজের মধ্যে অন্যতম। বৃহত্তর কুষ্টিয়া এবং এর আশেপাশের অঞ্চলের মানুষের জন্য মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। ভাষা আন্দোলন হতে শুরু করে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত বিভিন্ন আন্দোলন সংগ্রামে এ কলেজের ছাত্র-শিক্ষক-কর্মচারীদের গৌরবময় ভূমিকা রয়েছে। কিন্তু আমার গৌরব অন্যখানে, আর সেটা হলো  আমি এই কলেজের একজন নগন্য ছাত্র ছিলাম।
 
 
আরও একটু বিষয়টি খোলাশা করি। করোনা মহামারিকালীন এই বন্দী জীবনে একটু একাকীত্ব ঘোঁচাতে কুষ্টিয়া সরকারী কলেজের ১৯৯৬ সালের এইচএসসি ব্যাচ এর সাবেক ছাত্র, আজ যাঁরা দেশ ও দেশের গন্ডি পেরিয়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছেন এবং নিজ নিজ কর্মক্ষেত্রে আপন মহিমায় দ্যুতি ছড়াচ্ছেন, তাঁদেরকে অনলাইনে জুমের মাধ্যমে এক করার মানসে আমার আমেরিকা প্রবাসী বন্ধু ও আমাদের প্রাণপ্রিয় কুষ্টিয়া সরকারী কলেজের সাবেক ছাত্র (১৯৯৬ ব্যাচ) সাদিক রহমানের  মাথায় প্রথমে একটি ধারনা আসে। সে আমাদের ফেসবুকের মাধ্যমে জানায় দেশে ও দেশের বাইরে বসবাসরত কুষ্টিয়া সরকারী কলেজের ১৯৯৬ সালের এইচএসসি ব্যাচের সাবেক ছাত্রদের একত্র করে  খোলামেলা আলোচনার মাধ্যমে দেশের এই ক্রান্তিকালে কুষ্টিয়ার অসহায়, দুস্থ ও মেধাবীদের সাহায্যার্থে কোন দাতব্য সংস্থা গঠন করা যায় কিনা।
 
আড্ডার একাংশ ১
 
যে কথা সেই কাজ; সে একে একে সমমনা অন্যান্য বন্ধুদেরও বিষয়টি জানায় যাঁদের মধ্যে প্রাথমিকভাবে  আমেরিকা প্রবাসী আনোয়ারুল করিম, স্থানীয় ডাচ বাংলা ব্যাকংকে কর্মরত প্রিয় বন্ধু মোঃ এমদাদুল হক এবং মোঃ রফিকুল ইসলাম (ইআরসি ইন্সট্রাক্টর দৌলতপুর, কুষ্টিয়া)  এর নাম উল্লেখ যোগ্য, যাঁরা অত্যন্ত খোলা মনের মানুষ। প্রাথমিক ভাবে এই সকল কুশিলবের ঐকান্তিক প্রচেষ্টায় কুষ্টিয়া সরকারি কলেজের ১৯৯৬ সালের উচ্চ মাধ্যমিক ব্যাচের শিক্ষার্থীদের সমন্বয়ে একটা জনকল্যাণমুলক অর্গানাইজেশন গড়ে তোলার লক্ষ্যে গত ৫ই ফেব্রুয়ারী ২০২১ রোজ শুক্রবার, বাংলাদেশ সময় সকাল ৯.০০ টার সময় জুম ভার্চুয়াল মিটিং এর আয়োজন করা হয়। 
 
চিত্র-২


চিত্র-৩

 
চিত্র-৪

চিত্র-৫

চিত্র-৬

চিত্র-৭

দীর্ঘ ২৫ বছর পরে সকল বন্ধুরা এক হতে পেরে; সকলের মাঝে যেন এক নতুন প্রাণের সঞ্চার হয়। আমরা দেশে বসবাসরত অনেকে, সেই সাথে আমেরিকা, অস্ট্রেলিয়া, সাউথ কোরিয়া, কানাডা ও ইতালী সহ অন্যান্য দেশে অবস্থানরত সকল বন্ধুর প্রাণবন্ত আড্ডায় কখন যে তিনটি ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছিল তা বুঝতেই পারিনি।  উক্ত আলোচনা সভাটির প্রধান পরিকল্পনাকারী আমেরিকা প্রবাসী সাদিক রহমানের নির্দেশনায় এবং মোঃ এমদাদুল হক ও  আমেরিকা প্রবাসী মোঃ আনোয়ারুল করিমের যৌথ পরিচালনায় প্রাণবন্ত এই জুম আড্ডায় আর যাঁরা অংশগ্রহণ করেছিলেন তারা হলেন-
  
  • ডঃ মোঃ খোরশেদ আলম (প্রফেসর বরিশাল বিশবিদ্যালয়)
  • মোঃ আব্দুল আলীম ( Lukoil Gas Station, Business Owner, New Jersey, USA)
  • মোঃ রফিকুল ইসলাম (ইআরসি ইন্সট্রাক্টর দৌলতপুর, কুষ্টিয়া) 
  • ডঃ মোঃ মিজানুর রহমান (প্রফেসর বায়টেকনোলোজি বিভাগ, ইসলামী বিশবিদ্যালয় ) 
  • শাইখ সালেহীন শিপলু ( পিএইচডি অধ্যায়নরত, কানাডা)
  • মোঃ তরিকুল ইসলাম (অতিরিক্ত পুলিশ সুপার , জয়পুরহাট), 
  • মোঃ আমির খসরু (অতিরিক্ত পুলিশ সুপার, টাঙ্গাইল) 
  • মোঃ রেজাউর রহমান রেজা (অতিরিক্ত পুলিশ সুপার, টাঙ্গাইল)
  • মোঃ ফারুক হোসেন (অতিরিক্ত পুলিশ সুপার, নারাণগঞ্জ)
  • মোঃ মোস্তফা শামিউর রায়হান (প্রভাষক, রসায়ণ বিভাগ, আঃ রাফায়েত বিশ্বাস কলেজ, মিরপুর, কুষ্টিয়া)  
  • মোঃ সাইদুর রহমান সায়ীদ (ম্যানেজার, ডাচ বাংলা ব্যাংক)
  • ডঃ এসএম রিয়াজুল ইসলাম (পিএইচডি প্রফেসর সিউল ইউনিভার্সিটি,  সাউথ কোরিয়া), 
  • ফজল বিন সাদিক (ব্যাংকার, পার্থ, অস্ট্রেলিয়া), 
  • কে.এম মুস্তাফিজুর রহমান খোকন (কুষ্টিয়া, বাংলাদেশ কৃষি ব্যাংক)
  • মোঃ কামাল হোসেন (এনজিও কর্মকর্তা)
  • মোঃ কামরুজ্জামান (এনজিও কর্মকর্তা)
  • মোঃ শরিফুল ইসলাম (প্রভাষক, রসায়ণ বিভাগ, আঃ রাফায়েত বিশ্বাস কলেজ, মিরপুর, কুষ্টিয়া) 
  • প্রফেসর কায়ুম মল্লিক(দর্শন মহিলা সরকারি কলেজ, কুষ্টিয়া), 
  • সৈয়দ আব্দুল জব্বার (মাধ্যমিক শিক্ষা অফিসার)
  • আল মামুন (ব্যাংক কর্মকর্তা, বাংলাদেশ কৃষি ব্যাংক)
  • মো‌ঃ সোহরাব হোসেন (ক্যাপ্টেন, US Military )
  • ফরহাদ রেজা (বিসিএস ফিশারিজ, ঝিনাইদহ ) 
  • প্রফেসর কায়ুম মল্লিক (এসিস্ট্যান্ট প্রফেসর, দর্শন, সরকারি মহিলা কলেজ)
  • মোঃ ইমরুল কবির (ভারপ্রাপ্ত অধ্যক্ষ, সুনামগঞ্জ সরকারি কলেজ) 
  • ডাঃ আনোয়ার হক (এমবিবিএস জেনারেল সার্জন)
ইউএস আর্মিতে কর্মরত আমাদের প্রিয় মুখ সিনিয়র ভাই মোঃ সোহরাব হোসাইনকে প্রধান অতিথি হিসাবে জুম মিটিং এ সম্মানিত করা হয়। দীর্ঘদিন পর একে অপরের সাথে পুনরায় পরিচিত হওয়া ও প্রায় ২ ঘন্টা ব্যাপী আনন্দ উল্লাস করার পরে,  ১১.০০ সময় প্রধান আলোচনা শুরু হয়। সকলেই মূলবান সংক্ষিপ্ত মতামত ব্যাক্ত করেন। পরিশেষে সকলের সিদ্ধান্ত মোতাবেক আগামী মিটিং (৬ই মার্চ ২০২১, বাংলাদেশ সময় রাত ৯.০০) এ আরো বেশি সংখ্যক বন্ধুদের অংশগ্রহণ ও এই মহতী উদ্যোগে তাঁদের সামিল করা, সুন্দরভাবে পরিচালনা করার জন্য আলোচনায় উপস্থিত সকল বন্ধু তাদের উপর অর্পিত স্ব-স্ব দায়িত্ব বুঝে নেন।   যাদের দায়িত্ব দেওয়া হয় :- ১. সাদিক রহমান, ২. মোঃ এমদাদুল হক, ৩. মোঃ আনোয়ারুল করিম, ৪. মোঃ রফিকুল ইসলাম, ৫. তরিকুল ইসলাম ( অতিরিক্ত পুলিশ সুপার), মোঃ আমির খসরু (অতিরিক্ত পুলিশ সুপার), ৬. মোঃ ফারুক হোসাইন (অতিরিক্ত পুলিশ সুপার ), ৭.মোঃ রেজাউর রহমান রেজা (অতিরিক্ত পুলিশ সুপার ),৮. ডঃ মোঃ খোরশেদ আলম (প্রফেসর বরিশাল বিশবিদ্যালয় ), ৯.ডঃ মিজানুর রহমান (প্রফেসর ইসলামী বিশবিদ্যালয়),১০. ডা. আনোয়ার হক (এমবিবিএস সার্জন ) ,১১.মোঃ আব্দুল আলিম (ইউএসএ) ১২. মোঃ গোলজার আলী , ১৩. শায়েখ সালেহীন শিপলু ( পিএইচডি অধ্যায়নরত , কানাডা ), ১৪.ফরহাদ রেজা ( ফিশারিজ বিসিএস, ঝিনাইদাহ ), ১৫. কেএম মুস্তাফিজুর রহমান (ম্যানেজার কৃষি ব্যাঙ্ক ), ১৬. প্রফেসর কায়ুম মল্লিক (কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ), ১৭.মোঃ ইমরুল কবির (ভারপ্রাপ্ত অধ্যক্ষ, সুনামগঞ্জ সরকারি কলেজ), ১৮. ফারুক হোসেন, চিপ রিপোর্টার, নিউজ ২৪ ১৯. ড‌‌. শর্মীষ্ঠা হোসেন ‌(লেকচারার কুষ্টিয়া ইসলামীয়া কলেজ) ও অন্যতম সদস্য ২০. রুমানা আফরোজ (এসিসট্যান্ট প্রফেসর, বুটানি, কুষ্টিয়া সরকারী কলেজ।  পরিশেষে ১৯৯৬ সালের বন্ধুদের পক্ষ থেকে আমেরিকা প্রবাসী সাদিক রহমান, উপস্থিত সকল সদস্যবৃন্দকে ধনবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করে এবং পরবর্তী মিটিং আগামী ৬ই মার্চ, ২০২১ রোজ শনিবার, বাংলাদেশ সময় রাত ৯.০০ টায় ধার্য করে,  আলোচনা সভার কার্যক্রম সমাপ্তি ঘোষণা করেন। 
 
     
      পুরাতন বন্ধদের কাছে পেয়ে ও সর্বপরি এই মহতী উদ্যোগে নিজেকে সামিল করতে পেরে আমি গর্বিত ও বিমোহিত। 

মোঃ গোলজার আলী
সহঃ শিক্ষক ও প্রশিক্ষক
সরকারী প্রাথমিক বিদ্যালয়
তাং- ৬.০২.২০২১ ইং সন, শনিবার, সন্ধ্যা ৬: ৪৫ টা।

No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages