Keywords: Adjective এর উদাহরণ, Adjective চেনার উপায়, Adjective কাকে বলে উদাহরণ দাও, Adjective এর ব্যবহার, বিশেষণ কাকে বলে,adjective কাকে বলে কত প্রকার,possessive adjective কাকে বলে,pronominal adjective কাকে বলে, Adjective চেনার উপায়, Adjective এর প্রকারভেদ, Adjective এর অবস্থান, adjective and its classification, adjective and its types, adjective and its types with examples, adjective and its types in bangla,adjective and its kind with example, adjective and its types slideshare, adjective and its examples, adjective and its kinds exercise.
বিভিন্ন Adjective Word এবং এগুলোর Comparative ও Superlative রুপ জানতে এই পোস্টটি পড়তে পারেন
নিয়মঃ ১ - সাধারনতঃ ব্যক্তি বা বস্তুর সাধারন গুণাবলী প্রকাশে অথবা দুটি ব্যক্তি/বস্তুর মধ্যে গুণের সাদৃশ্য মিল বঝাতে Adjective এর Positive Degree হয়। দুটি ব্যক্তি বা বস্তুর সাদৃশ্য বুঝাতে So/As+Adjective+As হয়।
যেমন: Shimul is Good boy.
He is so/as strong as tiger.
নিয়মঃ ২ -দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বুঝাতে Adjective এর Comparative Degree ব্যবহৃত হয়। এর পরে than/than any other/than most other/than few other /than all other ইত্যাদি হয়।
যেমন -
She is smarter than her sister.
She is more cheerful than her sister.
নিয়মঃ ৩ - দুই এর অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বুঝাতে Adjective এর Superlative Degree হয়। এর পরে অধিকাংশ ক্ষেত্রে Preposition হিসেবে of/in এর ব্যবহার পরিলক্ষিত হয়।
যেমনঃ -
He is the strongest wrestler.
He is the most handsome actor in our country.
নিয়মঃ ৪ - একই ব্যক্তি বা বস্তুর মধ্যে দুটি গুণের তুলনা বুঝাতে প্রথম Positive Degree এর আগে More বসিয়ে Comparative Degree করতে হয়।
যেমনঃ -
Incorrect – She is smarter than clever.
Correct – She is more smart than clever.
নিয়মঃ ৫ - একই বাক্যে কখনোই double comparative adjectives or superlative adjectives ব্যবহার করা যাবেনা।
যেমনঃ-
Incorrect – These mangoes are more tastier than those.
Correct – These mangoes are tastier than those.
নিয়মঃ ৬ - নির্দিষ্ট পরিমান বাচক Adjective কোন Degree পরিবর্তন হয়না বিধায় এসকল Adjective এর আগে কখনো More অথবা most’ বসানো যাবেনা।
যেমনঃ -
Incorrect – This track is more parallel to that one
Correct – This track is parallel and the other is not.
নিয়মঃ ৭ - সামান্য কয়েকটি Adjective রয়েছে যেগুলো Comparative Degree এর পরে Than না বসে To বসে। যেমন- like, senior, junior, superior, inferior, preferable, prefer, elder.
উদাহরণঃ -
Incorrect: I am elder than her.
Correct: I am elder to her.
Incorrect – This car brand is superior than that.
Correct – This card brand is superior to that.
নিয়মঃ ৮ - একটি ক্ষেত্রে যতটুকু বৃদ্ধি বা হ্রাস হয় অন্য ক্ষেত্রে ঠিক ততটুকু বৃদ্ধি বা হ্রাস হলে নিচের গঠন অনুযায়ী Comparative Degree হবে।
Structure: the+ comparative + .....................+the+comparative
যেমনঃ- The more you read the more you learn.
No comments:
Post a Comment