Preposition কাকে বলে? আসুন জানি এর শ্রেনিবিভাগসহ বিস্তারিত। - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

Preposition কাকে বলে?  আসুন জানি এর শ্রেনিবিভাগসহ বিস্তারিত।

Preposition কাকে বলে? আসুন জানি এর শ্রেনিবিভাগসহ বিস্তারিত।

Share This

Preposition কাকে বলে?

Sentence  এ এমন কতগুলো word দেখা যায় যেগুলো সব সময় কোন না কোন noun বাpronoun এর পূর্বে বসে এবং noun বা pronoun এর সাথে অন্যান্য word এর সম্পর্ক স্থাপন করে। সুতরাং যে সকল শব্দ সাধারণতnoun বা pronoun অথবা noun equivalent শব্দের এর সামনে বসে noun বা pronoun এর সাথে sentence এর অন্যান্য শব্দের সম্পর্ক প্রকাশ করে তাদেরকে preposition বলা হয়।

Hasna lives in Comilla.

Jewel was going to school.

Shima went with him

ওপরের বাক্যগুলোতে in, to, with word ৩ টি যথাক্রমে Comilla, school, him এর পূর্বে বসেছে এবং এ word গুলোর সাথে বাক্যে ব্যবহৃত অন্যান্য শব্দগুলোর সম্পর্ক সৃষ্টি হয়েছে, তাই in, to, with word গুলো prepositions. 

১। সাধারণত noun বা pronoun এর পূর্বে বসে। যেমনঃ Father bought the watch for me. এখানে for preposition টি me pronoun এর পূর্বে বসেছে।

২। Interrogative Pronouns, Interrogative adverbs, ও relative pronouns দ্বারা শুরু হয় এমন interrogative sentence এ preposition সব শেষে বসে। যেমনঃ What is Comilla famous for? Where does he come from? এখানে for এবং from preposition বাক্যের শেষে বসেছে।

৩। কোন কোন sentence এ adverb এর পূর্বে preposition বসে। যেমনঃ

Jalil walks in here and there. (walk in- হেঁটে চলা )

We have heard the news before now.

৪।  কোন কোন sentence এ infinitive এর পূর্বে preposition বসে। যেমনঃ

Mr. Ahsan is about to die.

Zilani is about to go.

গঠন ও কাজের ভিত্তিতে preposition গুলোকে সাত ভাগে ভাগ করা যায়। যথাঃ

  1. Simple Prepositions
  2. Double Prepositions
  3. Compound Prepositions
  4. Phrase Prepositions
  5. Participle Prepositions
  6. Disguised Prepositions
  7. Detached Prepositions
  1.  Simple prepositions : যে সকল Preposition একটিমাত্র word দ্বারা গঠিত হয় সে সব preposition-কে simple preposition বলে । যেমনঃ at, by, for, on, with, from, in, to, off প্রভৃতি।
  2. Double prepositions: যে সকল Preposition বাক্যের অর্থ সম্পূর্ণ করতে দুইটি simple preposition এর সমন্বয়ে গঠিত হয়, তাদেরকে double Prepositions বলে । যেমনঃ into, upto, without, within প্রভৃতি।

Into= in + to, without= with + out

  • Compound Prepositions: যে preposition গুলো দুই বা ততোধিক noun, pronoun বা phrase কে যুক্ত করতে ব্যবহৃত হয় তাদেরকে compound preposition বলে ।  

যেমনঃ I will complete the work before Rima comes.

                 She was asking about the exam.

             The river is running across the village.

             Ratan was coming along with his father.

  • Phrase Prepositions : যে preposition গুলো একগুচ্ছ শব্দরূপে থাকে  এবং sentence এর  বিভিন্ন অংশের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাদেরকে phrase preposition বলে ।

যেমনঃ Mina came here in order to invite me.

We are standing in front of  the entrance of the museum.

Rony could not join the class due to his illness.

I did not go to the exhibition assuming that it would be boring.

  • Participle Prepositions : যে সকল preposition present বা past participle বাক্যের মধ্যে বসে preposition এর মত কাজ করে তখন তাদেরকে participle Prepos

যেমনঃ A canal flows passed our village

       এরূপ regarding, pending, owing প্রভৃতি।

  • Disguised Preposition: যে সকল preposition বাক্যের মধ্যে সংক্ষিপ্ত আকারে থাকে তাদেরকে Disguised Preposition  বলে । যেমন অনেক সময় ‘on’ preposition টি সংক্ষিপ্ত রূপে ‘o’ হিসেবে এবং ‘of’ preposition টি সংক্ষিপ্ত রূপে ‘o’ হিসেবে ব্যবহৃত হয়।I go there once (on) a week.

It is eight o’clock (of clock) in the morning.

  • Detached prepositions: Interrogative pronoun বা Interrogative adverb, Relatives pronoun বা  Relative adverbs এর সাথে সম্পর্কযুক্ত যে সকল preposition বাক্যের প্রথমে না বসে বাক্যের শেষে বসে তাকে Detached preposition বলে ।

যেমনঃ Where did Noman come from?

       What is Sylhet famous for? 

 

At, In

At, In
গ্রাম বা ছোট শহরের নামের আগে At বসে।
বড় শহর হলে তার নামের আগে in বসে।
যেমন –
সে কোন্ডাপুরে বাস করে।
He lives at Kondapur. (একটি unknown ছোট শহর)

সে হায়দ্রাবাদে বাস করে।
He lives in Hyderabad. (এটি একটি বড় এবং Popular শহর)

কিন্তু ‘শহরে’ বা ‘গ্রামে’ বললে in বসে। যেমন –
in a town কিংবা in a village.
সে গ্রামে বাস করে।
He lives in a Village.

সে শহরে বাস করে।
He lives in a Town.

কিছু কিছু সময়ের আগে At, In কে ব্যবহার করা হয়
যেমন –
At dawn, at noon, at 4 a.m., at 10 p.m.
আবার –
In the morning, in the afternoon, in a week, in a month, in a year
এখানে একটি ব্যাতিক্রম আছে, সেটা হল – at night
# Morning, Noon, afternoon, evening ইত্যাদির আগে in বসালে the ব্যবহার করতে হবে।

তাহলে আমরা শিখলাম – দুপুর এবং রাতের ক্ষেত্রে at বসবে। যেমন – at noon, at night
# নির্দিষ্ট সময়ের আগে At বসে।
যেমন – at 4 p.m., at 6 o’clock

# বার বা তারিখের নামের আগে on বসে।
যেমন- On Sunday, On Monday

# মাস বা বছরের নামের আগে in বসে।
যেমন – in 1984, in November

# কোন কিছু ভেতরে বোঝালে in বসে।
সে ঘরের মধ্যে আছে।
He is in the house.

Into

# গতিতে বাইরে থেকে কিছু ভেতরে এলে into ব্যবহার হয়।
সে ঘরের মধ্যে দৌড়ে এল।
He came running into the house.

# অবস্থার পরিবর্তন বোঝালে into হয়।
যেমন – জল জমে বরফ হয়।
Water freezes into ice.

By, With

# কোন কাজ ব্যাক্তি বা প্রাণীর দ্বারা করা বোঝালে by ব্যবহার হবে, কিন্তু কোন বস্তুর দ্বারা করা বোঝালে with হবে।
তার দ্বারা বাঘটি নিহত হয়েছিল।
The tiger was killed by him.

সে লাঠির দ্বারা সাপ মেরেছিল।
He killed the snake with a stick.

তবে কিছু কিছু ক্ষেত্রে বস্তুর দ্বারা হলেও by বসে। যেমন –
By bus, by train, by car ইত্যাদি

On, Over, Above

# কোন কিছু উপরে বোঝালে কিন্তু ছুঁয়ে থাকলে On বসবে।
# উপরে কিন্তু ছুঁয়ে না থাকলে Over বসবে। (বেশ কিছুটা উপরে)
# অনেক উপরে থাকলে Above বসবে।

কাপটি টেবিলে রাখ।
Put the cup on the table.

পাখাটি আমার মাথার উপর ঘুরছে।
The fan is moving over my head.

মেঘগুলি আমাদের মাথার উপরে।
The clouds are over our heads.

Beside, Besides

Beside – পাশে
Besides – ছাড়া / ব্যতীত
আমার পাশে বস।
Sit beside me.

সে বাংলা ছাড়াও হিন্দি জানে।
He knows Hindi besides Bengali.

Between, Among

# দুইয়ের মধ্যে বোঝালে Between বসবে।
# দুইয়ের বেশির মধ্যে বোঝালে Among বসবে।

আপেল গুলি দু ভায়ের মধ্যে ভাগ করে দাও।
Divide the apples between the two brothers.

আপেল গুলি সবার মধ্যে ভাগ করে দাও।
Divide the apples among all.

Since, For, From

বাংলা বাক্যে যখন – যেহেতু, থেকে ইত্যাদি থাকবে তখন আমরা since ব্যবহার করব।
যেমন-
আমি জুলাই থেকে এখানে আছি।
I’ve been here since July.
Since July – মানে জুলাই থেকে।
আবার-
আমি এখানে আছি 2:30 থেকে।
I’ve been here since 2:30.

গতকাল থেকে বৃষ্টি হচ্ছে।
It’s been raining since yesterday.

Since এর নিয়ম

Since = Stating Point
S for Since
আবার
S for Start মানে Stating Point
গতকাল থেকে, জুলাই থেকে, 2:30 থেকে মানে এই থেকে কথাটির ইংরেজি হবে since
তাই –
Since yesterday, since July, since 2:30 হবে।
কিন্তু যদি বলতাম –
আমি এখানে ২ ঘণ্টা ধরে অপেক্ষা করছি। তাহলে তার ইংরেজি হবে –
I’ve been waiting here for 2 hours.
২ ঘণ্টা ধরে, for 2 hours
বাংলা বাক্যে যদি – ২ ঘণ্টা ধরে, ৫ দিন ধরে ইত্যাদি থাকে তাহলে আমরা ‘for’ ব্যবহার করব।
আর যদি বাংলা বাক্যে ‘থেকে’ থাকে তাহলে ‘Since’ ব্যবহার করব।

কারন আমরা কখনো বলি না –
গতকাল ধরে শীত পড়ছে।
আমরা বলি-
গতকাল থেকে শীত পড়ছে।
It has been cold since yesterday.
আশা করি আপনার কাছে পরিস্কার হয়ে গেছে।

Since দিয়ে কিছু উদাহরণ

রবিবার থেকেই বৃষ্টি হচ্ছে।
It has been raining since Sunday.

তাঁর মারা যাওয়ার দশ বছর কেটে গেছে।
It’s been ten years since he died.

আমি ছোটবেলা থেকেই তাকে চিনি।
I’ve known him since I was a child.

যেহেতু আমি অসুস্থ ছিলাম তাই আমি যাইনি।
Since I was sick, I didn’t go.

তাহলে আমরা শিখলাম – বাংলা বাক্যে যখন – যেহেতু, থেকে ইত্যাদি থাকবে তখন আমরা since ব্যবহার করব।

From

Point of time মানে ‘নির্দিষ্ট সময়’ বোঝাতে Since এবং From দুটোই ব্যবহার করা যেতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে Perfect Tense এ Since ব্যবহার করা হয়। আর From কে যেকোন Tense এ ব্যবহার করা যেতে পারে।
যেমন –
রবিবার থেকে আমাদের ছুটি শুরু হবে।
Our holiday will start from Sunday.

সোমবার থেকে সে ছুটিতে ছিল।
He was on leave from Monday.

Of, From

যখন কোন পদার্থ থেকে কোন বস্তু তৈরি হয়, তার আগে of কিংবা from ব্যবহার হয়। যদি পদার্থটির কোন পরিবর্তন না হয় তাহলে of বসবে। আর যদি পরিবর্তন হয় তাহলে from বসবে।
যেমন –
এই নেকলেসটি সোনার তৈরি।
This necklace is made of gold.

আঙ্গুর থেকে মদ তৈরি হয়।
The wine is made from grapes.

On/In/At :  

 দিন বা তারিখের পূর্বে ‘On’ বসে । যেমন:  She came here on Wednesday.

মাস বা বছরের পূর্বে ‘in’ বসে । He went to Chittagong in the month of May.

নির্দিষ্ট সময়ের পূর্বে ‘at’ বসে । Rehana came here at 8:30 pm

Between/Among : 

দুই এর মধ্যে বুঝাতে ‘Between’ আর  দুইএর অধিক বুঝাতে ‘Among’ ব্যবহার করা হয় । He divided it between two sons.    

I divided those mangoes among the students

By/with :  

যে কাজ সম্পন্ন করে তার পূর্বে by এবং যে জিনিসের সাহায্যে সম্পন্ন হয় তাহার পূর্বে with বসে ।

He was beaten by the police.         

He killed the rat with a stick.

In/Within : 

কোন সময়ের শেষ মুহূর্তে হলে ‘in’ এবং সময় উত্তীর্ণ হবার পূর্বে বুঝাতে ‘within’ ব্যবহার করা হয় । Noman will go in a week.    

Rahim will come within a month.

In/After: 

ভবিষ্যৎকালে ‘in’ এবং অতীতকালে ‘After’ ব্যবহার হয় ।

          Hasan shall go in a week.                

          I went for a swim after breakfast

In/On/To : 

সীমার মধ্যে বুঝাতে ‘In’ , সীমার উপর বুঝাতে ‘On’  এবং সীমার বাহিরে বুঝাতে ‘To’ ব্যবহার করা হয় ।  

Rangpur is in the North of Bangladesh.    

Mianmar borders on Bangladesh. 

Himalaya is to the north of Bangladesh.

Beside/Besides : 

পার্শে বুঝাতে ‘Beside’ এবং অধিকন্ত অর্থে ‘Besides’ বসে ।

 Jhuma sat beside me.      Besides books, he gave me stationaries.


No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages