তো আজকে আমরা দেখব কিভাবে Binance এ বিকাশ/নগদ অথবা রকেট মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে ডলার লোড দেয়া যায়। তো লগইন করুন আপনার
Binance account এ। আর যদি আপনি এখন ও Binance এ একাউন্ট ক্রিয়েট করে না থাকেন তবে
https://www.binance.com এই লিংকে গিয়ে বাইনান্স এ রেজিস্ট্রেশন করে ফেলুন। খুবই সহজ প্রক্রিয়া আপনি নিজে নিজেই পারবেন, তারপরও যদি আপনি না জানেন কিভাবে বাইনান্সে একাউন্ট সাইন আপ করতে হয়ে তাহলে চাইলে আমার এটি পোস্টটি দেখে আসতে পারেন। তো ধরে নিচ্ছি আপনি আপনার ইমেল/মোবাইল নং ও পাসওয়ার্ড দিয়ে ইতোমধ্যে Binance এ লগিন/লগ ইন করেছেন। লগইন অবস্থায় আপনি যে অপশনেই থাকুন না কেন নিচে দেখানো মার্কেট ট্যাবে টাচ/ক্লিক করে চলে যান পরবর্তী ধাপে।
নিচের মতো স্ক্রীন আসলে এবার টাচ করুন আপনা প্রোফাইল এভাটারের উপর এবং কিছুক্ষণ অপেক্ষা করুন। লোড হতে কিছুটা সময় নিতে পারে।
এবারে এইখানে এসে Binance Lite অপশনে গিয়ে দেখুন সেটা অন করা বা হলুদ অবস্থায় আছে কিনা। থাকলে এটিকে অফ করে দিন অর্থাৎ Binance Lite হতে Binance Pro এ সুইচ করুন। এর উপরে এসে লেফট/ব্যাক এরো অপশনে টাচ করে পেছনে ফিরে যান।
এবার হোম ট্যাবের অধীনে থাকা P2P Trading অপশনটি সিলেক্ট করুন। আর লোড হতে সময় দিন।
এখানে এসে টাচ করে নিচের চিত্রের মতো করে আপনার কারেন্সি বা মুদ্রা পরিবর্তন করে নিন। অর্থাৎ আপনি যেহেতু বাংলাদেশি মুদ্রা টাকায় বিকাশ/নগদ/রকেটের মাধ্যমে ডলার কিনবেন তাই এখানে BDT সিলেক্ট করে নিন।
দেখবেন এখানে প্রচুর সেলার, তাদের রেটিং ও তার কারেন্সি রেট দেওয়া আছে। এখানে আমরা ফিল্টার ইউজ করে আমাদের কাংখিত সেলারকে বেছে নেব। ধরুন আপনি Binance এ বিকাশের মাধ্যমে ১২০০ টাকার সমপরিমান ডলার কিনবেন। সেক্ষেত্রে প্রথমে ডানদিকে লাল এরোতে দেখানো আইকন সিলেক্ট করুন।
এবার এমাউন্ট (Amount) এর ঘরে সর্বনিম্ন টাকা ১০০০ টাকা লিখুন আর নিচে কান্ট্রি All রেখে Payment Method হিসেবে Bkash সিলেক্ট করুন। এর দ্বারা আমি এটা বোঝালাম যে আমি ঐ সকল মার্চেন্ট পার্টিকে চাই যারা যারা বিকাশের মাধ্যমে সর্বনিম্ন ১০০০ টাকা হতে উপরের দিকে ট্রেড করে। শেষে কনফার্ম করে বেরিয়ে আসুন।
এখন যেসকল সেলার দেখবেন এরা সবাই আপনার পছন্দের সেলার অর্থাৎ এদের যে কারও নিকট হতে আপনি ডলার কিনতে পারবেন। তবে ডলার কেনার সময় নিচের তিনটি বিষয় ভাল ভাবে খেয়াল করবেন
ক) কোন সেলারেরর রেটিং (%) সবচেয়ে।
খ) কার ট্রেড সংখ্যা তুলনামূলক বেশি।
গ) ডলারের রেট বা জার মুল্য যার কম।
যেমন ধরুন নিচের ছবিতে দেখানো দুজন সেলারের মধ্যে দ্বিতীয় সেলার অনেক বেশি গ্রহণ যোগ্য কারন ডলার রেট সামান্য বেশি হলেও প্রথম সেলার হতে দিত্বীয় সেলারের ট্রেড সংখ্যা ও রেটি পারসেন্টেজ বেশি তাই আমরা দ্বিতীয় সেলারকেই আমার পছন্দের সেলার হিসেবে বেছে নিলাম। এখন Buy নামক সবুজ বাটনটিতে টাচ করে কেনার প্রক্রিয়াটা শুরু করি।
এবার এখানটাই এসে By Fiat অপশনটি সিলেক রেখে নিচে আপনি যতটাকা বিকাশ মানি করতে চান তত টাকা লিখে দিন। যেমন, আমি এখানে ১২০০ টাকা লিখেছি।
টাকার পরিমান লেখা শেষ হলে নিচে সেলারের ট্রেড ইনফোটা একটু ভাল করে পড়ে নেবেন। পেমেন্ট উইন্ডো বলতে এখানে আসলে বোঝানো হয়েছে Buyer/Seller ১৫ মিনিটের মধ্যে তাদের লেনদেন শেষ করতে বাধ্য। সেলারের নগদ বা বিকাশ নাম্বার এখানে দেওয়া থাকলে সেটি কোথাও লিখে রাখুন। সেটা ফোনেও হতে পারে। এখন Buy With 0 Fee নামক সবুজ বাটন চেপে কেনার প্রক্রিয়ার ১ম ধাপ শেষ করুন। নিচের স্ক্রিনের মতো করে এখন Next বাটনে ক্লিক করুন। শুরু হয়ে গেল ১৫ মিনিটের উইন্ডো টাইম কাউন্ট ডাউন .... ১৫...... ১৪...... ১৩....... ১২......
পরবর্তীতে চ্যাট অপশনে টাচ করে সেলারের সাথে সরাসরি চ্যাট করুন। যেমনঃ
আপনাদের সুবিধার্থে আমি যে ভাবে ক্থা বলেছিলাম সেটি উল্লেক করলাম--
আমিঃ- ভাই লাইনে আছেন
সেলারঃ হ্যা
আমিঃ বাইনানসের জন্য ২৩ হাজার টাকা বিকাশ করব।
সেলারঃ হ্যা করেন, করে আপনার বিকাশ নম্বরের শেষ চারটি ডিজিট বলেন।
প্রয়োজনে সেলারের দেওয়া নম্বরে কল করে সরাসরি কথা বলুন। তাকে জিজ্ঞেস করুন কোন ধরনের পেমেন্ট ক্যাশ আউট/ সেন্ড মানি। তারপর বিকাশ করুন সেলার যেভাবে করতে বলেন সেভাবে। আশা করি বিকাশ কিভাবে করতে সেটা আর এখানে দেখানো লাগবেনা। বিকাশে পেমেন্ট দেওয়ার পর প্রমান হিসেবে স্ক্রিন শট দিয়ে রাখুন। এবার বাইনান্স এ্যাপে গিয়ে চ্যাটের উপর অথবা ব্যাকে গিয়ে Make Payment অপশনে টাচ করুন। এবার আবার চ্যাটে চলে যান এবং সেখানে গিয়ে আপনার বিকাশ/নগদ/রকেট নম্বরের শেষের চারটা ডিজিট বলুন। এবার আপনি লেফট এ্যারোতে বা X বাটনে টাচ করে চ্যাট হতে বেরিয়ে আসুন। আবারও বলছি চ্যাটে Make Payment বাটন না চাপলে চ্যাট হতে বেরিয়ে আসার পরও আপনি এই অপশনটি পাবেন Make Payment এই বাটনে চাপতে ভুল করবেন না। Transferred Notify Seller ........ এই রকম কোন অপশন থাকলে তাতে ক্লিক/টাচ করে টাকা ছেড়ে দিন। অপেক্ষা করতে থাকুন......
দেখবেন সেলার অতি দ্রুত আপনার টাকার সমপরিমান ডলার আপনার বিনান্স/বাইনান্স একাউন্টে ট্রান্সফার করে দেবেন। টাকা ছাড় না পাওয়া পর্যন্ত আপনি যে উইন্ডোতে আছেন সেখানেই অবস্থান করুন। টাকা ছাড় করলেই আপনি এমন একটা স্ক্রিন দেখতে পাবেন অর্থাৎ আপনার মোবাইলে তাৎক্ষনিক এই বার্তাটি ভেসে উঠবে।
এক্ষেত্রে আপনার উচিৎ হবে How was your Trading Experience লেখা লাইনের নিচে সেলার সম্পর্কে
একটি পজিটিভ রিভিউ দেওয়া। আপনার দেওয়া পজিটিভ রিভিউ দেখে অন্যরা হয়তবা এই সেলারের নিকট লেনদেন করতে উৎসাহী হবে।
এখন সবশেষে আপনি নিচে ওয়ালেট (Wallet ) অপশনে গিয়ে আপনার Account Balance চেক করুন। ভাল থাকবেন সবাই আল্লাহ হাফেজ।
No comments:
Post a Comment