Good Star | Good-Star এ যেভাবে Binance হতে Dollar বিনিয়োগ (Invest) করবেন- Part-3 - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

Good Star | Good-Star এ  যেভাবে Binance হতে Dollar বিনিয়োগ (Invest) করবেন- Part-3

Good Star | Good-Star এ যেভাবে Binance হতে Dollar বিনিয়োগ (Invest) করবেন- Part-3

Share This

সকলকে আমার পক্ষ হতে আবার সালাম ও শুভেচ্ছা। আশা করি সকলে ভাল আছেন।  আজকে আমরা দ্বিতীয় পর্বে  শিখবো, বিকাশ/রকেট/নগদ হতে ডলার বিনান্স/বাইনান্সে কেনা বা লোড দেওয়ার পর সেটি কিভাবে ক্রিপ্টো নেটওয়ার্কে অর্থাৎ Good-star ইনভেস্ট করতে হয়। তো কথা না বাড়িয়ে কাজ শুরু করে দেওয়া যাক। প্রথমে আপনার বাইনান্স একাউন্টে লগইন করুন। লগইন করার পর Funding অপশনে যান। কোন ডলার না  দেখতে পেলে Spot অপশনে গিয়ে Transfer বাটনে ট্যাপ করে Funding অপশনে ডলার নিয়ে আসুন। আর Funding এ ডলার দেখতে পেলে তো কোন কথায় নেই নিচের মতো করে Withdraw বাটনে টাচ করুন 


এরপর এখানে গিয়ে USDT খোঁজ করুন, না পেলে উপরে সার্চ বক্সে USDT লিখে সার্চ দিন। USDT-তে ছোট করে আপনার ডলার এমাউন্ট দেখতে পাবেন। এখন USDT তে টাচ করুন।


নিচের মতো উইন্ডো দেখতে পেলে বুঝবেন আপনি সঠিক জায়গাতেই আছেন। এখানে একাধিক অপশন পেলে Send via Crypto Network সিলেকট করুন। 


পরবর্তীতে নিচের স্ক্রীনে এসে প্রথমে সব ডলার Good-Star এ ইনভেস্ট করতে Max এর উপর টাচ করুন। অথবা ইচ্ছে মতো ডলার ইনভেস্ট করতে বক্সে ডলার এমাউন্ট লিখুন। পরের ধাপে ক্রিপ্টো নেটওয়ার্কের নাম Tron (TRC20) সিলেক্ট করে দিন। এই স্ক্রিনটি না কেটে বেরিয়ে এসে এবার গুগল ক্রোমে আপনার Good-Star একাউন্ট লগইন করুন। আর লগইন করা থাকলে তো কথায় নেই। 


এবার Good-star এ Recharge অপশনটি আপনার জন্য অনেক্ষণ ধরে অপেক্ষা করছে। রসিকতা করলাম। এমনি ভাবে আপনার প্রিয়জন নিশ্চয় আপনার জন্য অপেক্ষা করে! তো এবার এই Recharge বাটনে টাচ করুন। 

এর পরে এই স্ক্রীনে উপরে TRC 20 USDT সিলেক্ট করুন। দেখবেন আপনি  আপনার প্রিয়জনের সাথে ঠিক এই জায়গাতে পৌছে গেছেন। 


এখানে এসে আপনার বাইনান্স হতে এড্রেস বক্সের ডানে স্ক্যান অপশনে টাচ করে (যদি বাইনান্স আর Good-Star ভিন্ন সেটে লগইন থাকে) নিচের QR কোড ইমেইজটি স্ক্যান করুন। আর  তা না হলে নিচে গিয়ে Copy বাটনে টাচ করে Good-Star এর এড্রেসটি কপি করে নিন।  


পুনরায় বাইনান্সে ফিরে যান ঠিক যেখান হতে এসেছিলেন। এখানে এসে আপনার কপি করা  হিজি-বিজি   এড্রেসটি  নিচে দেখানো বক্সে পেস্ট(Paste) করুন। সবকিছু ঠিক-ঠাক আছে কিনা দেখে ভালভাবে বুঝে শুনে  এবার নিচে দেখানো ২ নং অপশনে অর্থাৎ Withdrawal বাটনে টাচ করুন। 


এমন  স্ক্রীন আসলে এখানে আর আপনার তেমন কিছুই করার নেই । এখানে শুধু এসে Confirm করুন।
 

নিচের ধাপে এসে বাইনান্স ভেরিভিকেশন করুন। বাইনান্সে দেওয়া মোবাইল নম্বর, ইমেইলে- OTP যাবে দুই নম্বর ঘরগুলোতে সেগুলো যার যার ঘরে বসান। গুগল বা বাইনান্স Authenticator এ্যাপ থাকলে সব নিচের তিন নম্বর অপশনটিও থাকতে পারে।  না থাকলে উপরের দুটি অপশন পুরন করে  Confirm করুন। 


দেখবেন পরের উইন্ডো বা স্ক্রীনে নিচের মতো দেখতে পাবেন। এবার আর কিছু করার নেই। ১০/১৫ একটু ঘুরে আসুন আর তা না হলে গিন্নিকে বলুন এককাপ চা কিংবা কফি করে দিতে। দেখবেন কেমনে সময় পার হয়ে গেছে!


...... কফি পান করা নিশ্চয় শেষ।  এবার গুড-স্টার একাউন্টে চলে যান। দু একবার রিফ্রেস  করুন। দেখনবে সেখানে আপনার পাঠানো ডলার কয়েনে রুপান্তর হয়েছে। এখানে ১০০ কয়েন সমান ১ ডলার।


ভাল থাকবেন। এর পর আসছি  Good-Star এ কিভাবে একাউন্ট ব্যালেন্সকে Fund Balance ট্রান্সফার করতে হয় সেটি নিয়ে। 

No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages