- ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top


আমার পরিচয়

আমি মোঃ গোলজার হোসাইন, এ্যাডমিন অমিওধারা ফাউন্ডেশন। পেশায় একজন প্রাথমিক শিক্ষক। আর দশটা শিক্ষকের মত আমিও একজন মানুষ। আছে ক্ষুধা, আছে জানার আকাঙ্খা। আর এ আকাঙ্খা থেকেই একজন শিক্ষকের একজন শিক্ষকের ব্লগার হয়ে ওঠা। শিক্ষকতার পাশা-পাশি আমি একজন ব্লগার এক্সপার্ট, সোসাল মিডিয়া এক্সপার্ট। সব কিছুকে ছাপিয়ে আমি নিজেকে একজন প্রাথমিক স্কুল শিক্ষক হিসেবেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ বোধ করি। শিক্ষক হিসেবে আমি নিজেকে গর্বিত মনে করি।  আজকের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির যুগে জন্মে নিজেকে গুটিয়ে রাখার এখন কোন মানে হয় না। তাই একজন শিক্ষককে তার পুরাতন ধ্যান-ধারনা আগল ভেঙ্গে বেরিয়ে এসে আধনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। শিল্প, সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান,তথ্য-প্রযুক্তি;  জ্ঞানের প্রতিটি শাখায় সমান পারদর্শী হওয়ার মাধ্যমেই কেবল একজন শিক্ষক এখন নিজেকে মানুষ গড়ার কারিগর হিসেবে দাবি করতে পারে। জানিনা  এ লক্ষ্যে আমি কতটা সফল? তবে এছাড়া আমাদের কোন গতি নেই।


InfoTechLife.com-এর উদ্দেশ্যঃ


একজন শিক্ষককে সত্যিকারের বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তিমনা হিসাবে প্রতিষ্ঠা করাই আমার লক্ষ্য। বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-শিক্ষিকা ও কর্মকতাবৃন্দ যারা তাদের প্রতিভা বিকাশের জায়গা পাচ্ছেনা তাদের একটি প্লাটফরমে এনে দাড় করিয়ে দেওয়ায় এই সাইটের লক্ষ্য। এখানে আপনি কবিতা, ছোট-গল্প, নিবন্ধ, সাম্প্রতিক বিষয়, গবেষণা কর্ম সহ অনলাইন জগতের যাবতীয় বিষয় নিয়ে লিখতে পারবেন। একদিন InfoTechLife.com হয়ে উঠবে হাজারো শিক্ষকের মিলন মেলা আমি এ স্বপ্ন দেখি। জানিনা আমার এ স্বপ্ন কবে সফল করতে পারব। তবে আপনারা যারা শিক্ষক তারাই আমার এ স্বপ্ন পুরনের হাতিয়ার।  তাই আপনি যদি কম্পিউটার ও কি-বোর্ড
 দিয়ে লিখতে পারদর্শী হন, তবে কাল বিলম্ব না করে আজই এই সাইটের ‘আপনিও লিখুন’ অপশনে গিয়ে আপনার জি-মেইল আইডি সহ আপনার নাম ও যাবতীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করুন আর হয়ে যান  ইনফোটেকলাইফের একজন গর্বিত সদস্য। লিখতে থাকুন আপনার সৃষ্টিশীল লেখা। হয়ে উঠুন একজন স্বার্থক ব্লগার। তবে অনুরোধ রইল কোন বিতর্কিত কিছু লিখবেন না। সবার মতের প্রতি শ্রদ্ধাশীল হবেন। সবাই কে ধন্যবাদ...............................................

Infotech Post Bottom Ad New

Pages